Ind vs Eng Live Score: ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচের লাইভ স্কোর আপডেট অ্যাপ ছাড়াই কীভাবে পাবেন

Ind vs Eng Live Score: আজ অর্থাৎ ১০ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও...
Puja Mondal 10 Nov 2022 12:55 PM IST

Ind vs Eng Live Score: আজ অর্থাৎ ১০ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। আজ যে দল জিতবে তারা আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। কারণ গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের পড়শি দেশ ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে।

ভারতবাসী তো অবশ্যই, পাশাপাশি অনেক ক্রিকেট অনুরাগী চাইছে আজ ভারত জিতুক এবং আরও একটি ভারত বনাম পাকিস্তান ম্যাচ হোক। তাই অনেকেই টিভি ও মোবাইলের মাধ্যমে আজকের ম্যাচের উপর নজর রাখবে। সেক্ষেত্রে, আজকের ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের সম্প্রচার দেখা যাবে Star Sports ও Disney+ Hotstar -এ। এছাড়া Google এই ম্যাচের লাইভ স্কোর জানাবে।

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের স্কোর জানতে বার বার করতে হবে না Google সার্চ

আপনি যদি আজকের ম্যাচ না দেখতে পারেন, তাহলে লাইভ স্কোরের মাধ্যমে আপডেট থাকতে পারবেন। এরজন্য গুগলের একটি ফিচার ব্যবহার করতে পারেন। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ফোনের হোমস্ক্রিনে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের সমস্ত আপডেট পেয়ে যাবেন।

এরজন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে India vs England সার্চ করতে হবে। এরপর একাধিক অপশন দেখাবে। এখানে Pin Live Score অপশনে ক্লিক করতে হবে। পিন করার পর আপনার স্ক্রিনে পপ আপ আসবে। এখানে ম্যাচের সমস্ত আপডেট থাকবে।

Show Full Article
Next Story