5G নেটওয়ার্ক চালুর পথে ভারত, জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দেশজুড়ে 5G রোলআউটের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ প্রায় শেষের মুখে বলে দাবী করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর ফলে দেশবাসীর 4G পরবর্তী উন্নত প্রজন্মের টেলিকম পরিষেবা ব্যবহার যে আর অল্প সময়ের অপেক্ষা, সেকথাও তিনি তার বয়ানে স্পষ্ট করেছেন। শুধু এটুকুই নয়, একইসাথে কেন্দ্রীয় মন্ত্রী 6G ব্যবস্থার উপযোগী পরিকাঠামো গড়ে তোলার উপরেও জোর দিয়েছেন। এজন্য সরকার ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তার বক্তব্য। এক্ষেত্রে জানিয়ে রাখি, ইন্ডিয়া টেলিকম ২০২২ বাণিজ্য এক্সপো চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার উপরোক্ত বক্তব্য পেশ করেন।

5G রোলআউটের প্রস্তুতি শেষ, এখন নজরে 6G

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে বারবার ভারতীয় টেলিকম ক্ষেত্রের প্রভূত অগ্রগতির কথা উঠে আসে। তিনি জানান এর আগে ভারত সম্পূর্ণ নিজস্ব 4G কোর এবং রেডিও নেটওয়ার্ক প্রস্তুতিতে সাফল্য পেয়েছে। তারই ধারাবাহিকতায় এবার 5G নেটওয়ার্কের জন্য দরকারি প্রস্তুতি গ্রহণও প্রায় সমাপ্তির পথে। ফলে এবার দেশের সরকার 6G উপযোগী পরিকাঠামো নির্মাণে মনোনিবেশ করবে বলে বৈষ্ণব জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ২০২২ সালের ইউনিয়ন বাজেট সর্বসমক্ষে আনার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে, খুব দ্রুত তারা 5G স্পেক্ট্রাম নিলামের আয়োজন করতে চলেছেন। এ নিয়ে সরকার টেলিকম অপারেটর সংস্থাগুলির সাথে আলোচনা চালাচ্ছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া বক্তব্যের মধ্যে তিনি ডিজাইন নির্ভর উৎপাদনের সহায়তায় প্রকল্প চালুর বিষয়েও আশ্বাস দেন। পিএলআই (PLI) স্কীমের আওতায় এই প্রকল্প চালু করা হবে বলে তিনি দাবী করেন।

কবে হবে স্পেক্ট্রাম নিলাম, জানালেন মন্ত্রী

এদিকে কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রীর পক্ষ থেকে সংবাদ সংস্থা সিএনবিসিকে (CNBC) বলা হয় যে, আগামী আগস্ট মাসে স্পেক্ট্রাম নিলামের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপর ধাপে ধাপে 5G নেটওয়ার্ক রোলআউটের কাজ চলবে। সেক্ষেত্রে আসন্ন মার্চ মাসের মধ্যেই সরকার স্পেক্ট্রাম নিলাম আয়োজনের জন্য সব প্রয়োজনীয় সমস্ত শর্ত পূরণ করে ফেলবে বলে মন্ত্রী দাবী করেন।

ফলে মন্ত্রীর আশ্বাস থেকে একথা এখন স্পষ্ট যে চলতি বছরের জুলাই-আগস্ট মাস নাগাদ স্পেক্ট্রাম নিলাম অনুষ্ঠিত হলে বছরের শেষভাগে দেশে 5G রোলআউটের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে দেশের ১৩টি মহানগরীতে 5G পরিষেবা ব্যবহারের সুযোগ মিলবে বলে জানা গিয়েছে। এই তেরোটি শহরের মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, চন্ডীগড়, গুরগাঁও, বেঙ্গালুরু, আহমেদাবাদ, জামনগর, পুনে, হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ এবং গান্ধীনগর।

পরিশেষে বলে রাখি, India Today সংবাদ সংস্থাকে Counterpoint Research -এর এক বিশ্লেষক জানিয়েছেন যে প্রথমদিকে বেশি পরিমাণে গ্রাহক অন্তর্ভুক্তির জন্য প্রধান টেলকোগুলি 5G পরিষেবার মাশুল 4G পরিষেবার সমতুল রাখতে পারে। তবে নেটওয়ার্ক কভারেজ বৃদ্ধি পেলে এই মাশুল বাড়বে বলেও তিনি উল্লেখ করেছেন।

Soumojit Chatterjee

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

11 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

19 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

49 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago