5G লঞ্চের প্রাক্কালে 6G প্রযুক্তি কার্যকর করার পথে এগোচ্ছে ভারত

5G লঞ্চের প্রাক্কালে দাঁড়িয়ে ষষ্ঠ প্রজন্মের টেলিকম পরিষেবা অর্থাৎ 6G নিয়ে ভাবনা ও পরিকল্পনা নিশ্চিত করার পথে হাঁটছে ভারত। শীঘ্রই ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন বা ITU 6G সংক্রান্ত ভারতীয় পরিকল্পনার ব্যাপারে তাদের মতামত জানাবে বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে দেশীয় স্ট্যান্ডার্ড বডি বা মান নির্ধারণকারীদের প্রস্তাব গৃহীত হলে ভারতে 6G প্রযুক্তির আগমন অনেকটা ত্বরান্বিত হবে বলে টেলিকম বিশেষজ্ঞদের অনুমান।

অত্যাধুনিক 6G প্রযুক্তি কার্যকর করার পথে এগোচ্ছে ভারত

অত্যাধুনিক 6G প্রযুক্তি কার্যকর করার লক্ষ্যে ভারতের টেলিকমিউনিকেশনস স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট সোসাইটি বা TSDSI গত বছর তাদের দৃষ্টিভঙ্গি সম্বলিত একটি নথি আইটিইউ (ITU) -এর কাছে পেশ করেছে। টিএসডিএসআই (TSDSI) সহ-সভাপতি এবং জিও স্ট্যান্ডার্ডের প্রধান সতীশ জামদাগ্নির কথায়, ভারতের মাটিতে 6G প্রযুক্তি কার্যকর করার ক্ষেত্রে ঠিক কি ধরনের ভাবনাচিন্তা বাস্তবায়নের দরকার পড়বে, সে সম্পর্কে টিএসডিএসআইয়ের একাধিক কর্মরত গ্রুপে আলোচনা চলছে। এ প্রসঙ্গে তাদের যাবতীয় পরিকল্পনার কথা তারা আইটিইউ নথিতে পেশ করবেন বলে জামদাগ্নি উল্লেখ করেন।

একইসাথে জামদাগ্নির বক্তব্য, তাদের পরিকল্পনা এবং ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশনস বা IMT-2030 সংক্রান্ত চাহিদার ভিত্তিতে আইটিইউ (ITU) চলতি বছরের জুলাই মাস নাগাদ ভারতে 6G প্রযুক্তি আনয়নের ব্যাপারে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে। সেক্ষেত্রে আর কিছুদিনের মধ্যেই এ সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসবে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকেই TSDSI ভাবী প্রজন্মের টেলিকম প্রযুক্তি (6G) নিয়ে আলোচনায় অগ্রসর হয়। আন্তর্জাতিক মান নির্ধারকদের সঙ্গে তাল মিলিয়ে দেশে আলোচ্য প্রযুক্তি আনয়নের জন্য তারা গবেষণা এবং পরিকল্পনা নির্মাণের উপরে জোর দেয়। এরপর থেকেই বেসরকারি টেলিকম অপারেটর সংস্থা, টেকনোলজি ভেন্ডর এবং চিপসেট প্রস্তুতকারকদের সাহায্য নিয়ে TSDSI 6G প্রযুক্তিকে বাস্তব করে তোলার কাজে নিয়োজিত রয়েছে।

দেশে 6G পরিষেবার আগমন সম্ভব করতে বিশেষ ইনোভেশন গ্রুপ গঠন করলো DoT

এদিকে ভারতে 6G পরিষেবার আগমন সম্ভব করে তোলার জন্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা DoT সম্প্রতি একটি 6G টেকনোলজি ইনোভেশন গ্রুপ গঠন করেছে। এটি 6G সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের পাশাপাশি দরকারি প্রযুক্তি বিষয়ক প্ল্যান অফ অ্যাকশন নির্মাণের দায়িত্ব সামলাবে। এছাড়া উক্ত ইনোভেশন গ্রুপকে কাজে লাগিয়ে DoT স্টেকহোল্ডার ও অন্যান্য সহযোগীদের 6G সহায়ক সম্ভাব্য প্রযুক্তিগুলি চিহ্নিতকরণে আহ্বান জানাবে। সর্বোপরি গবেষণা ও উন্নয়নের জন্য অনুদান সংগ্রহেও একে কাজে লাগানো হবে বলে সামনে এসেছে।