একসাথে চারটি ফোনে চলবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, শীঘ্রই আসছে মাল্টি ডিভাইস ফিচার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp খুব শীঘ্রই নিজের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। একটি নতুন রিপোর্ট অনুযায়ী, এখন একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসাথে চারটি ডিভাইসে চালাতে পারবেন। সম্প্রতি টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়, যেখান থেকে এই নতুন ফিচারের ব্যাপারে আমরা জানতে পেরেছি। এখনো এই ফিচারের উপর কাজ চলছে এবং কিছুদিনের মধ্যে একটি আপডেটের মাধ্যমে এই ফিচারটিকে বিটা টেস্টিং এর জন্য নিয়ে আসা হবে।

WABetaInfo টুইটারে একটি টুইটের মাধ্যমে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। এই টুইটে জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্ট একসাথে চারটি ডিভাইসে চালাতে পারবেন। স্ক্রিনশট থেকে দেখা গেছে, এই চারটি ডিভাইসে ডেটা সিঙ্ক করার জন্য ওয়াইফাই কানেক্টিভিটি ব্যবহার করা হবে। তবে হয়তো হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে আসবে যাতে যার কাছে ওয়াইফাই কানেকশন নেই সেই ব্যবহারকারীও নিজের অ্যাকাউন্ট চারটি ডিভাইসে চালাতে পারে।

আপনাদের জানিয়ে রাখি, এখনো অবধি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট আলাদা আলাদা ডিভাইসে চালানো সম্ভব নয়। এই অ্যাপ্লিকেশনটি মাল্টি-ডিভাইস সাপোর্ট করেনা। যদিও ডুয়াল অ্যাপ্লিকেশন সাপোর্টযুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আপনারা একসাথে দুটি হোয়াটসঅ্যাপ চালাতে পারেন একই ফোনে। এছাড়াও আপনারা বিভিন্ন ক্লোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেও একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ চালাতে পারেন, যেসব স্মার্টফোনে ডুয়াল অ্যাপ্লিকেশন সাপোর্ট থাকেনা।

WABetaInfo জানিয়েছে, যে এই নতুন ফিচারের উপর ইতিমধ্যেই কাজ করা শুরু হয়ে গিয়েছে। যদিও এখনও অবধি বিটা ভার্সনে এই সাপোর্ট আনা হয়নি। তবে আর কিছুদিনের মধ্যেই WhatsApp বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার আসতে চলেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর একটি টুইট থেকে জানা গিয়েছিল, যে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মাল্টি-ডিভাইস সাপোর্টের উপর কাজ করছে। এপ্রিলের শেষের দিকে টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ বিটা ইনফো জানায় যে, কিউআর কোড স্ক্যান করে আপনারা এই সাপোর্ট পেতে পারেন। এবার দেখা যাক বিটা ভার্সনে আসার পরে, হোয়াটসঅ্যাপ নিজের ব্যবহারকারীদের জন্য কি সাপোর্ট নিয়ে আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *