মোবাইল শিল্পকে কেন্দ্র করে ‘আত্মনির্ভর ভারত’ গঠনের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ থেকে শুরু হয়েছে ভারতের চতুর্থ মোবাইল কংগ্রেস ইভেন্ট IMC 2020, যা চলবে আগামী পরশু অবধি। তিনদিন ব্যাপী এই ভার্চুয়াল বৈঠকের উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলোচনাসভা উদ্বোধনের পাশাপাশি দেশের মানুষের উদ্দেশ্যে বেশ কিছু কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, করোনা মহামারির সঙ্গে লড়াই করতে বেশ খানিকটা সাহায্য করেছে দেশের উন্নত মোবাইল প্রযুক্তি। অর্থাৎ, টেলিকমিউনিকেশন প্রযুক্তিতে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে বলে তাঁর দাবি। আগামী দিনে প্রযুক্তিগত বিপ্লব এনে দেশের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ইত্যাদি বিষয়ে সুযোগ-সুবিধা বাড়াতে মোদী সরকার যে বেশ উৎসাহী – তা স্পষ্টভাবেই ইঙ্গিত মিলেছে মোবাইল কংগ্রেস ইভেন্টে।

এই ইভেন্টে সদ্য চালু হওয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ফাইবার অপটিক্যাল কানেকশনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী তিন বছরের মধ্যে ভারতের প্রতিটি গ্রামে উচ্চ গতি সম্পন্ন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সংযোগ স্থাপনের চেষ্টা করবে সরকার। এছাড়া, সারা বিশ্বের সাথে তালমিলিয়ে চলার জন্য দেশে খুব তাড়াতাড়ি 5G পরিষেবা চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী আরও বলেন যে, গত কয়েক মাসে মোবাইল উৎপাদনের কেন্দ্র হিসেবে ভারত, বিভিন্ন সংস্থার পছন্দের জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতে ডিজিটাল বিপ্লব আনতে, সরকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ বা PIL স্কিম চালু করেছে। কিন্তু দেশবাসীর সমর্থন ছাড়া ভারত, টেলিকম সরঞ্জামের উন্নয়নের ক্ষেত্রে বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠতে পারবে না বলেই তাঁর অভিমত। তাই তিনি আজকের বক্তৃতায় মোবাইল শিল্পকে কেন্দ্র করে ‘আত্মনির্ভর ভারত’ গঠনে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন। দেশের টেলিকমিউনিকেশন প্রযুক্তির বিকাশে সরকার এবং বিভিন্ন লগ্নিকারীরা বিনিয়োগ করতে যে বেশ উৎসাহী – একথাও স্পষ্টভাবে জানিয়েছেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রীর মতে, ভারতে গত চার বছরে ইন্টারনেট ইউজারের সংখ্যা ব্যাপক ভাবে বেড়েছে। দেশের গ্রামীণ অঞ্চলেও ডিজিটাল খিদে নজিরবিহীন উর্ধমুখী। এক্ষেত্রে দেশের ট্যারিফ শুল্ক, বিশ্বের অন্যান্য অঞ্চলের থেকে অনেকটাই কম বলে তিনি দাবি করেন। ডিজিটাল ডেভেলপমেন্ট, আগামী দিনে জাতি তথা দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে সক্ষম বলেই তিনি মনে করছেন।