গাড়ির ভিতরে এই 5 জিনিস অবশ্যই সঙ্গে রাখুন, রাস্তাঘাটে বিপদে পড়লে কাজে লাগবে

আজকের এই টেকস্যাভি দুনিয়ায় দাড়িয়ে বেশিরভাগ মানুষের কাছেই নিজের শখ মেটাতে কিংবা প্রয়োজনের তাগিতে রয়েছে একটি করে গাড়ি। নতুন মডেল হোক কিংবা পুরনো প্রতিমাসেই ভারতের বাজারে গাড়ি বিক্রি বাড়ছে চক্রবৃদ্ধি হারেই। একটা সময় চার চাকার রক্ষণাবেক্ষণ যতটা সমস্যাপ্রবণ ছিল এখন তা ততটাই সহজ। নিজের শখের গাড়িটিকে প্রতি মুহূর্তে সঠিকভাবে সচল রাখতে তাই সামান্য কয়েকটি দরকারি যন্ত্রপাতি সঙ্গে রাখলেই বেশিরভাগ ঝামেলা থেকে পাবেন মুক্তি। এমনই পাঁচটি গেজেট রাখুন গাড়িতে। তালিকা দিলাম আমরা।

টায়ার ইনফ্লেটর

মাঝ রাস্তায় গাড়ি পাংচার হয়ে যাওয়ার ঘটনা প্রায় প্রত্যেক গাড়ি চালকদের জীবনেই এক-আধ বার ঘটে থাকে। এমন পরিস্থিতিতে নিকটবর্তী সার্ভিস সেন্টারে গাড়ি নিয়ে যাবার সমস্যা থেকে পুরাহা পেতে অবশ্যই সাথে রাখুন একটি টায়ার ইনস্লেটর। বেশিরভাগ গাড়িতেই সংযুক্ত থাকা ১২ ভোল্টের পাওয়ার আউটপুট ইউনিটের সঙ্গেই যুক্ত করে অতি সহজেই কয়েক মিনিটের মধ্যে একটি টায়ারকে সম্পূর্ণ হাওয়া দিয়ে ভর্তি করা সম্ভব। এমনিতেও প্রতিমুহূর্তে গাড়ির চাকায় পর্যাপ্ত হাওয়া ভরা থাকলে তা তেল সাশ্রয় করতে সাহায্য করে।

সিটবেল্ট কাটার

কোন কারণে দুর্ঘটনার কবলে পড়লে অতি দ্রুত সিটবেল্ট কেটে সহজে বেরিয়ে আসতে সাহায্য করে এই জাতীয় ছোট সিট বেল্ট কাটার যন্ত্রটি। অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে সিট বেল্টের লক অদ্ভুতভাবেই আটকে যায়। সেই সময় আপৎকালীন প্রয়োজনে কাজে লাগে এগুলির।

গ্লাস ব্রেকার

দুর্ভাগ্যবশত কোন ধরনের দুর্ঘটনার সময় জলপূর্ণ স্থানে গাড়ি পড়ে গেলে অথবা গাড়ির দরজা ভেতর থেকে খোলা সম্ভবপর না হলে তখন জানালার কাচ ভাঙার প্রয়োজন পড়ে। গাড়ির মধ্যে লাগানো কাঁচগুলি খালি হাতে ভাঙ্গা যথেষ্ট কষ্টকর এবং তাতে আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই সমস্যা থেকেই মুক্তি দিতে পারে একটি গ্লাস ব্রেকার। তাই এটি অবশ্যই গাড়ির মধ্যে রাখা বাঞ্ছনীয়।

ফোন চার্জার

বর্তমান দিনের এই স্মার্টফোন নির্ভর দুনিয়ায় আমরা প্রতি মুহূর্তেই ফোনের হাতে বন্দি। তবে চার্জ ছাড়া একটি স্মার্টফোন খেলনাসম, তখন তার কার্যকারিতা নেই বললেই চলে। এই কারণেই একটি ফোনের পাশাপাশি তার চার্জারের ভূমিকাও অনস্বীকার্য। আধুনিক গাড়িগুলিতে ড্রাইভার সিটের সাথেই পিছনের সিটগুলিতেও ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা থাকে। তাছাড়াও প্রিমিয়াম সেগমেন্টের মডেল গুলিতে ওয়ারলেস চার্জিং সিস্টেম দেখতে পাওয়া যায়।

এয়ার পিউরিফায়ার

মানব সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গেই পৃথিবীর এই পরিবেশ দূষণের কবলে চলে যাচ্ছে একটু একটু করে। ঘরের চার দেয়াল পেরিয়ে বাইরের পরিবেশে পা রাখলেই সেখানে ধূলিকণা কিংবা অন্যান্য পরিবেশ দূষকের মাত্রা কল্পনার বাইরে। এগুলি সবই শরীরের জন্য ভয়ংকর ক্ষতিকারক। এইসব থেকে বাঁচতে অনেকেই বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করেন। আপনার সাধের গাড়িটির মধ্যেও লাগাতে পারেন পোর্টেবল এয়ার পিউরিফায়ার। বিভিন্ন সংস্থার তৈরি বেশ কিছু মডেলে প্রথম থেকেই এই জাতীয় এয়ার পিউরিফায়ার লাগানো থাকে। যা কেবিনের ভেতরের অংশের বাতাসকে সুস্থ রাখতে সাহায্য করে। অবশ্য বাজারে নানা ধরনের পোর্টেবল এয়ার পিউরিফায়ার কিনতে পাওয়া যায় যেগুলি সহজেই লাগাতে পারেন আপনার গাড়িতে।