মেড ইন ইন্ডিয়া Bajaj Dominar 400 বাইকের নতুন মডেল এবার মালয়েশিয়ায় লঞ্চ হচ্ছে

লং-ডিসট্যান্স রাইডের জন্য আদর্শ বলে Bajaj Dominar 400 ভারতের অন্যতম সেরা বাজেট ট্যুরিং বাইকের মধ্যে অন্যতম হিসাবে গণ্য করা হয়। আবার এটি ভারত ছাড়াও মালয়েশিয়া-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে উপলব্ধ। গত বছরের নভেম্বরে মোটরসাইকেলটির নতুন আপডেটের সাথে ভারতে লঞ্চ করেছে বাজাজ। সেই আপডেটেড মডেলটি এবার মালয়েশিয়ার বাজারে পা রাখতে চলেছে। ভারতে তৈরি নতুন Dominar 400 আগামী জুনের মধ্যে সে দেশে লঞ্চ করবে বাজাজ।

উল্লেখ্য, ট্যুরিং বাইকটি সে দেশে Modenas Dominar D400 নামে পরিচিত। ভারতের বাইরেও মোটরসাইকেলটি বেশ জনপ্রিয়। কারণ লম্বা পথ আরামসে পাড়ি দিতে এর জুরি মেলা ভার। আসলে বিগত কয়েক বছরে বাজাজ অটোর আন্তর্জাতিক ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। রপ্তানিতে এসেছে দারুণ সাফল্য‌। ফলে ভারতের বাইরেও লেটেস্ট মডেল লঞ্চ করতে কার্পণ্য বোধ করছে না তারা‌।

ভারতের বাজারে গত বছর নভেম্বরে লঞ্চ হওয়া ডমিনার ৪০০ মডেলটিই সে দেশে বিক্রি করবে বাজাজ। একগুচ্ছ ভ্রমণ বান্ধব অ্যাক্সেসরিজের সাথে এটি উপলব্ধ হবে। যার মধ্যে শক্ত ক্র্যাশ গার্ড, লম্বা উইন্ডস্ক্রিন, রিয়ার লাগেজ ক্যারিয়ার, স্মার্টফোন চার্জিং পোর্ট, মেটাল ব্রাশ প্লেট, পিলিয়ন ব্যাকরেস্ট, এবং নেভিগেশন স্টে উল্লেখযোগ্য‌

ভারতের বাজারে উপলব্ধ ডমিনার ৪০০-র মতো ওই মডেলটিতে ৩৭৩.৩ সিসি DOHC FI ইঞ্জিন থাকবে। যা ৪০ পিএস শক্তি এবং ৩৫ এনএম টর্ক উৎপন্ন করে‌। সাসপেনশনের জন্য এতে থাকবে ৪৩ মিমি আপসাইড ডাউন (USD) ফর্ক, এবং মোনোশক ইউনিট। ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে এবং পেছনের চাকায় থাকবে সিঙ্গেল হাইড্রলিক ডিস্ক ব্রেক‌‌।

ভারতে আপডেটেড Dominar 400 লঞ্চ হয়েছিল ২,১৬,৬৪৮ টাকায় (এক্স-শোরুম, দিল্লি)। অন্য দিকে, এখন মালয়েশিয়ায় বাইকটির আউটগোয়িং মডেলের বাজার মূল্য ১৩,৯৯৭ রিংগিত, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২,৫২ লক্ষ টাকার সমান।