BMW G 310 RR: তিন লাখের নীচে বিএমডব্লিউ এর স্পোর্টস বাইক, স্বপ্ন সত্যি হতে চলেছে, লঞ্চ আগামীকাল

জার্মান ব্র্যান্ড বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad), বাইকপ্রেমীদের কাছে চিরকাল অন্যতম একটি পছন্দের নাম। সংস্থাটি ভারতে তাদের সবচেয়ে কম দামের ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক BMW G 310 RR ১৫ জুলাই অর্থাৎ আগামীকাল লঞ্চ করতে চলেছে। এটি TVS Apache RR 310 -এর রিব্যাজেড ভার্সন হওয়ায় ইঞ্জিন সহ-স্পেসিফিকেশন ও ফিচারগুলিতে প্রচুর মিল থাকবে। এটি BMW G 310 GS ও G310 R-এর পর এদেশে সংস্থাটির ৩১০ সিরিজে তৃতীয় মডেল।

সংস্থার প্রকাশিত আগের টিজারে নিশ্চিত করা হয়েছিল Apache -র ভার্টিক্যাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার G 310 RR-এও থাকছে। তবে Apache RR 310-এর সাথে আলাদা করতে সামনে ভিন্ন ডিজাইন এবং গ্রাফিক্সের কারুকার্য থাকবে। টিজার থেকে আন্দাজ করা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে অ্যাডজাস্টেবল সাসপেনশন থাকছে না। তবে আগামীকাল লঞ্চের পরেই তা পরিষ্কার হবে।

এদিকে Apache RR 310 BTO-র স্ট্যান্ডার্ড ভার্সনে এটি উপলব্ধ। আবার সাথে কিছু প্রিমিয়াম ইক্যুইপমেন্টের অপশন রয়েছে। BMW G 310 RR-এর অন্য একটি উল্লেখযোগ্য ফিচার হল এর চ্যাসিসে লাল রঙের শেড এবং একটি ট্রিপল টোন পেইন্ট থিমের দেখা মিলবে। আগামীকাল লঞ্চের সময় এর দাম ঘোষণা করা হবে।

আবার গ্রাহকদের হাতে ডেলিভারিও তাড়াতাড়ি দেওয়া হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই বাইকটির বুকিং শুরু হয়ে গিয়েছে, যা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাচ্ছে। এছাড়া ইএমআই বিকল্পে কিনতে চাইলে BMW G 310 RR শূন্য ডাউনপেমেন্টে বাড়ি নিয়ে আসা যাবে। এর জন্য মাসিক কিস্তি ৩,৯৯৯ টাকা থেকে শুরু। অনুমান করা হচ্ছে বাইকটির দাম ২.৬৫ লাখ টাকা (এক্স-শোরুম) মূল্যের TVS Apache RR 310-এর চাইতেও বেশি হবে। BMW G 310 RR এর দাম ২.৯০ লাখ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে।