ভারতে তৈরি Royal Enfield Super Meteor 650 দ্বিগুণ দামে ব্রিটেনে লঞ্চ হল

ভারতের পর এবার জন্মভিটে ব্রিটেনে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেল Super Meteor 650। তবে দুই দেশের মধ্যে দামের বিস্তর ফারাক…

ভারতের পর এবার জন্মভিটে ব্রিটেনে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেল Super Meteor 650। তবে দুই দেশের মধ্যে দামের বিস্তর ফারাক রয়েছে। মেড-ইন-ইন্ডিয়া বাইকটির দাম সেদেশে ৬,৭৯৯ পাউন্ড থেকে শুরু। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬.৭৫ লক্ষ টাকা। যেখানে এদেশে Royal Enfield Super Meteor 650-র মূল্য ৩.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Royal Enfield Super Meteor 650 দাম

রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর ৬৫০ তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – অ্যাস্ট্রাল, ইন্ডাস্টিলার এবং সেলেস্টিয়াল। ব্রিটেনের বাজারে এদের দাম যথাক্রমে ৬,৭৯৯ পাউন্ড, ৬,৯৯৯ পাউন্ড এবং ৭,২৯৯ পাউন্ড রাখা হয়েছে। ভারতীয় অর্থে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬.৭৫ লক্ষ টাকা, ৬.৯৫ লক্ষ টাকা ও ৭.২৫ লক্ষ টাকা। আবার এ দেশে বাইকটির ওই তিনটি মডে কিনতে খরচ পড়ে যথাক্রমে ৩.৪৯ লক্ষ টাকা, ৩.৬৪ লক্ষ টাকা ও ৩.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Royal Enfield Super Meteor 650 ইঞ্জিন এবং গিয়ারবক্স

রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি ক্রুজার বাইকটিতে শক্তি জগতে দেওয়া হয়েছে একটি ৬৫০ সিসি এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। এর সাথে সংযুক্ত ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এই একই ইঞ্জিন Interceptor 650 ও Continental GT 650-তেও উপস্থিত।

Royal Enfield Super Meteor 650 হার্ডওয়্যার ও ফিচার্স

Super Meteor 650-এ দেওয়া হয়েছে একটি ৪৩ ইঞ্চি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার ডুয়াল শক অ্যাবসর্বার। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে স্ট্যান্ডার্ড ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এর সামনে ও পেছনে এলইডি হেডলাইট ও টেল ল্যাম্প দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ট্রিপার নেভিগেশন সিস্টেম সহ একটি টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।