EV Chargers: দেশে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরিতে প্রায় 14000 কোটি টাকা লগ্নি আসবে, দাবি করল ICRA

ভারতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় ৪৮,০০০টি পাবলিক ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং স্টেশন গড়ে উঠবে। যার পরিকাঠামো তৈরির জন্য লগ্নি হবে প্রায় ১৪,০০০ কোটি টাকা। সম্প্রতি এক রিপোর্টে তেমনটাই দাবি করেছে ডোমেস্টিক ক্রেডিট রেটিং এজেন্সি ইকরা (ICRA)। বর্তমানে সমগ্র ভারতে ২,০০০-এরও কম পাবলিক চার্জিং স্টেশন রয়েছে। যার মধ্যে বেশিরভাগই কয়েকটি নির্দিষ্ট রাজ্যের শহরাঞ্চলে অবস্থিত।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আগামীতে দুই ও তিন চাকার গাড়ির সাথে ইলেকট্রিক বাসের বাজারও বাড়বে। চার্জিং পরিকাঠামোর উন্নয়ন বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে দেশে বিক্রি হওয়া নতুন যানবাহনের মধ্যে ১৩-১৫% হবে বৈদ্যুতিক। আবার বৈদ্যুতিক তিন চাকার গাড়ি এবং ইলেকট্রিক বাসের ক্ষেত্রে সেই পরিমাণটি হবে যথাক্রমে ৩০ শতাংশের অধিক এবং ৮-১০%।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারত বৈদ্যুতিক চার্জিং স্টেশনের পরিকাঠামোর নির্মাণে পিছিয়ে থাকার কারণে নতুন পলিসি বা নীতি চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার হাইব্রিড এবং ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার ও উৎপাদনের সংখ্যা বাড়াতে FAME প্রকল্পে ১,৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রসঙ্গে ICRA-র সহ-সভাপতি এবং গোষ্ঠী প্রধান শামসের দেওয়ান বলেন, “বৈদ্যুতিক যানবাহনে প্রসার আনতে একাধিক রাষ্ট্রয়ত্ত এবং বেসরকারি সংস্থাদের ইভি চার্জিং স্টেশন তৈরিতে উদ্যোগ নিতে হবে।”

দেওয়ান আরও যোগ করেন, “বৈদ্যুতিক যানবাহন সংখ্যা বৃদ্ধিতে ব্যাটারি সোয়াপিং স্টেশন হল অপর একটি সমাধান এবং ইভি চার্জিং পরিকাঠামোর উন্নয়নে বিশেষত বাণিজ্যিক ক্ষেত্রের উল্লেখযোগ্য বিকল্প। এটিও বর্তমানে ভারতে প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। সামগ্রিকভাবে এই পলিসির লক্ষ্য দেশে সক্রিয়ভাবে ইভি চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানো এবং আগামী ৩-৫ বছরের মধ্যে জনগণের একাংশকে এখান থেকে পরিষেবা দেওয়া।”