PC Market: ভারতে বিক্রি বাড়ছে কম্পিউটার, ল্যাপটপের! সেরা পাঁচের তালিকায় প্রথমে HP

আন্তর্জাতিক বাজারে ‘চিপ’-এর অপ্রতুলতার কারণে বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রাংশের উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। নতুন একটি সমীক্ষা অনুযায়ী ভারতের বাজারে সদ্য সমাপ্ত উৎসবের মরসুমে অটোমোবাইলের ব্যবসা মন্দা গিয়েছে। যার মুখ্য কারণ হিসেবে এই অপর্যাপ্ত ‘চিপ’কেই দায়ী করা হয়েছে। কিন্তু ভারতে কম্পিউটার (PC) মার্কেটে একেবারে ভিন্ন চিত্র দেখা গিয়েছে। চিপের আকালের দিনেও এদেশে কম্পিউটার (PC) বাজারের (ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক, ওয়ার্কস্টেশন) প্রতি সিদ্ধিদাতা সহায় হয়েছেন। গত বছরের তুলনায় চলতি বর্ষের তৃতীয় প্রান্তিকে অনেকাংশেই এগুলির বিক্রি বেড়েছে।

এবছরের কেবলমাত্র একটি প্রান্তিকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ৪.৫ মিলিয়ন ইউনিট কম্পিউটার প্রেরণ করা হয়েছে, যা গোটা ২০১৯ সালের চাইতেও অধিক। বিশ্বে মহামারী শুরু হওয়ার পর এখনও পর্যন্ত এই সংখ্যাটিই সর্বাধিক। এই রেকর্ড পরিমাণ বিক্রির জন্য বিভিন্ন ব্র্যান্ড এক একটি প্রান্তিক অনুযায়ী নিজেদের প্রোডাক্ট বিকানোর পরিসংখ্যানটি সর্বসমক্ষে এনেছে। আসুন জেনে নেওয়া যাক কোন সংস্থার কম্পিউটার কত বিক্রি হয়েছে।

HP Inc

কম্পিউটার বিক্রির সর্বাগ্রে যার প্রোডাক্ট রয়েছে তা হচ্ছে এইচপি ইনকর্পোরেশন। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের মোট ১,২৬৮ ইউনিট প্রোডাক্ট বিক্রি হয়েছে। গতবার যে সংখ্যাটি ছিল ৯৬৫ ইউনিট। এর ফলে সংস্থার ৩১.৪% বিক্রি বৃদ্ধি পেয়েছে। দেশে মোট কম্পিউটার বিক্রির ২৮.৫% হচ্ছে HP-র।

Dell Technologies

চলতি বর্ষের তৃতীয় প্রান্তিকে ১,০৫৯ ইউনিট কম্পিউটার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে ডেল টেকনোলজিস। গতবার এদের প্রোডাক্ট বিক্রি হয়েছিল ৭৩১ ইউনিট। ফলে এদের ব্যবসা বেড়েছে ৪৪.৮%। দেশে মোট কম্পিউটার বিক্রির ২৩.৮% তাদের দখলে আছে।

Lenovo

লেনোভো এবছর কম্পিউটার বিক্রি করেছে ৮৩০ ইউনিট, গত বছর এই সংখ্যাটি ছিল ৭৪৪ ইউনিট। এতে সংস্থার ১১.৫% বিক্রি বৃদ্ধি পেয়েছে। দেশে মোট কম্পিউটার বিক্রির ১৮.৬% তারা করেছে।

Acer Group

নিজেদের ব্যবসা বাড়ানোতে সংস্থাটির ১৬.৭% অগ্রগতি হয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৮১ ইউনিট কম্পিউটার বিক্রি করেছে এসার গ্রুপ। গত বছর বিক্রি হয়েছিল ৩২৭ ইউনিট। দেশের মোট কম্পিউটার বিক্রিতে Acer Group-এর ভাগ হল ৮.৬%।

Asus

এবছরের তৃতীয় প্রান্তিকে আসুস মোট ৩৭৬ ইউনিট কম্পিউটার বিক্রি করেছে। গতবারের তুলনায় যা ১১৯ ইউনিট বেশি। উল্লেখ্য, বিক্রি বৃদ্ধির নিরিখে শতকরা ৪৬.৭% ব্যবসা বাড়িয়ে তালিকায় সব থেকে এগিয়ে রয়েছে এরাই। ভারতের মোট কম্পিউটার বিক্রির ৮.৫% আসুসের দখলে আছে।

এছাড়াও অন্যান্য সংস্থারা মিলিয়ে মোট ৫৩৯ ইউনিট কম্পিউটার বিক্রি করেছে, গত বছর সেই সংখ্যাটি ছিল ৪০৩। প্রসঙ্গত, কম্পিউটারের মধ্যে ৮০% চাহিদাই ছিল নোটবুকের।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

42 mins ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

48 mins ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

3 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

3 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

4 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

4 hours ago