Electric Scooter: ই-স্কুটারে পরপর আগুন, কী শাস্তি হবে নির্মাতাদের? আভাস দিল কেন্দ্র

ভারতে উপর্যুপরি বৈদ্যুতিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। স্কুটারের কোথায় গলতি তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ফরেন্সিক দল নামিয়েছে সরকার। ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে কড়া শাস্তির বিধান দিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে, এবারে তার আভাস পাওয়া গেল। ‘কোয়ালিটি কন্ট্রোল’ বা গুণকেন্দ্রিক নিয়মের আওতায় সেই গ্রাহককে বড়সড় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আগুন লাগা স্কুটারের ব্যাচ ধরে সমস্ত মডেল ফিরিয়ে নিতে হবে সেই সংস্থাটিকে। এমনই শাস্তি চালু করার পরিকল্পনা করছে কেন্দ্র।

এদিকে কোনো সংস্থা তাদের স্কুটারে ত্রুটি রয়েছে বুঝলে, তা ব্যাচ ধরে অগ্রিম ফিরিয়ে নিতে পারে বলেও টুইটারে লিখেছেন গডকড়ী। তিনি বলেন প্রত্যেক যাত্রীর নিরাপত্তা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গডকড়ী কড়া ভাষায় বলেছেন, “গত দু’মাসে ইলেকট্রিক টু-হুইলারকে ঘিরে একাধিক বিপর্যয় ঘটেছে। ই-স্কুটার নির্মাণে যদি কোনো সংস্থার ত্রুটি ধরা পড়ে, তবে কড়া শাস্তি দেওয়া হবে এবং সমস্ত ত্রুটিপূর্ণ যানবাহন ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে।” তাঁর কথায়, “তদন্তের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে”।

সম্প্রতি এক ডজন বৈদ্যুতিক স্কুটারে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহেই PureEV এবং অপর একটি সংস্থার স্কুটারে অগ্নিকাণ্ড ঘটে। যার মধ্যে একটির ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় বিস্ফোরণে মারা গিয়েছেন তেলেঙ্গানার ৮০ বছরের এক বৃদ্ধ। তবে এখনও পর্যন্ত ই-স্কুটারে সর্বাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জিতেন্দ্র ইভি’র। কন্টেনার ট্রাকের ভেতরে একসাথে ২০টি স্কুটারে আগুন লেগে যায়।

এছাড়া আগুন ধরেছে এমন স্কুটারের সংস্থাগুলির মধ্যে রয়েছে Ola Electric, Okinawa। এই প্রসঙ্গে অনেকে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্বন নির্গমন রোধ এবং পরিবেশ দূষণ হ্রাস করতে রাতারাতি দ্রুত পদক্ষেপের ফলেই ইলেকট্রিক স্কুটার নির্মাণে খামতি থেকে গেছে। যে কারণে এই অঘটন ঘটছে। প্রসঙ্গত, কেন্দ্রের লক্ষ্য ২০৩০-এর মধ্যে বিক্রি হওয়া টু-হুইলারের ৮০% বৈদ্যুতিক স্কুটার এবং মোটরবাইক করার। যে কারণে মোদি সরকার কোম্পানিগুলিকে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যাতে তারা দেশের ভিতরে বৈদ্যুতিক যানবাহন তৈরি করতে পারে।