Fixed Broadband: ব্রডব্যান্ড পরিষেবায় আরও একধাপ এগোল ভারত, এখন কত নম্বরে জেনে নিন

গড় ডাউনলোড গতিতে উন্নতি ঘটিয়ে ফের Ookla -র স্পিডটেস্ট গ্লোবাল ইন্ডেক্সে তিন ধাপ উপরে উঠে এল ভারত। সদ্য আলোচ্য সংস্থার (Ookla) তরফ থেকে এ সম্পর্কিত পরিসংখ্যান অন্য সকলের সাথে ভাগ করে নেওয়া হয়েছে। ইন্টারনেটের গতিপরীক্ষক ওকলা (Ookla) জানিয়েছে, সমগ্র মে মাস জুড়ে ভারতে ১৪.২৮ এমবিপিএস (Mbps) -এর গড় মোবাইল ডাউনলোড গতি পাওয়া গিয়েছে। ঠিক পূর্ববর্তী মাসেই প্রাপ্ত ১৪.১৯ এমবিপিএস (এপ্রিল , ‘২২) গতির নিরিখে এক্ষেত্রে খানিকটা উন্নতি হওয়ায় ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে ভারত পূর্বের ১১৮তম র‌্যাঙ্ক থেকে একলাফে ১১৫ নম্বরে উঠে এসেছে।

অপরপক্ষে, একই সময়ে ফিক্সড-ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে ভারত পূর্বের অবস্থানের নিরিখে এক ধাপ উপরে, ৭৫ নম্বরে উঠেছে। এক্ষেত্রে (ফিক্সড-ব্রডব্যান্ড) মাসব্যাপী গড় ৪৮.০৯ এমবিপিএস উচ্চগতিতে পরিষেবা সরবরাহের জন্যেই এই উত্থান ঘটেছে বলে স্পিড টেস্টার Ookla -র দাবি। উল্লেখ্য যে ঠিক আগের মাসে অর্থাৎ এপ্রিলে ভারতের মাটিতে ফিক্সড-ব্রডব্যান্ড পরিষেবার গতি ছিল গড়ে ৪৭.৮৬ এমবিপিএস।

আন্তর্জাতিক মোবাইল গতির নিরিখে শীর্ষে নরওয়ে ও সিঙ্গাপুর

আলোচ্য পরিসংখ্যান প্রকাশের পাশাপাশি ওকলা জানিয়েছে, আন্তর্জাতিক মোবাইল স্পিড ও ফিক্সড-ব্রডব্যান্ড স্পিড প্রদানের নিরিখে প্রস্তুত তাদের উপরোক্ত তালিকার শীর্ষস্থান দখল করেছে যথাক্রমে – নরওয়ে ও সিঙ্গাপুর। সারা মে মাস জুড়ে নরওয়ের বাসিন্দারা অবিশ্বাস্য ১২৯.৪০ এমবিপিএস গড় গতির মোবাইল ডাউনলোড পরিষেবা উপভোগ করেছেন! অন্যদিকে সিঙ্গাপুরের মাটিতে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম ২০৯.২১ এমবিপিএস (Mbps) গড় গতির ফিক্সড-ব্রডব্যান্ড পরিষেবা মিলেছে।

এখানে অবশ্য স্বীকার করে নেওয়া ভালো যে উপরে পেশ করা পরিসংখ্যান সবসময় বাস্তবানুসারী নাও হতে পারে। বিশেষ করে ভারতের মতো বিরাট দেশের সর্বত্র এখনো ইন্টারনেট পরিষেবার জাল বিস্তৃত হয়নি। ফলে সব অঞ্চলের মানুষ যে উপরে বর্ণিত গতির পরিষেবা পাবেন না, সেকথা বুঝিয়ে বলার খুব একটা প্রয়োজন নেই।

উল্লেখ্য, Ookla -র গতিপরীক্ষায় ভারতের যে ফলাফল ধরা পড়েছে তা কোনো অর্থেই প্রশংসাযোগ্য নয়। ভবিষ্যতে 5G ব্যবস্থার সূচনা হলে দেশের এই নেটওয়ার্ক সংক্রান্ত দুর্বলতা ঘুচবে বলে মনে করা হচ্ছে।