২৬ তলা থেকে পড়ার পরও অক্ষত iPhone 12 Pro, কি দিয়ে তৈরি এই ফোন

বর্তমান সময়ে স্মার্টফোন কমবেশি সব মানুষেরই প্রিয় বন্ধু হয়ে দাঁড়িয়েছে। তাই আচমকা হাত থেকে ফোন মাটিতে পড়ে গেলে আমাদের সকলেরই বুকটা ছ্যাঁত করে ওঠে। পড়ে যাওয়ার পর সেটি ঠিকঠাক কাজ করবে কি না, এটা ভেবে আমাদের মন রীতিমতো অস্থির হয়ে যায়। যদিও কোনো কোনো সময় আমরা দেখি সেটা অক্ষত আছে, আবার কখনো দেখি যে তার স্ক্রিনে স্ক্র্যাচ পড়ে গেছে বা ভেঙে গেছে। সেক্ষেত্রে সাধারণ মামুলি ফোন ব্যবহার করলে বুকটা ছ্যাঁত করে ওঠা কিংবা স্ক্রিন ভাঙার মতো ঘটনা প্রত্যক্ষ করাটা খুবই স্বাভাবিক। তবে ২৬ তলা থেকে যদি আপনার ফোনটি পড়ে যায় এবং তার পরেও আপনি দেখেন যে সেটি একদম স্বাভাবিক ও সক্রিয় অবস্থায় রয়েছে, তাহলে আপনার চোখ কপালে ওঠাটাই স্বাভাবিক নয় কি? সেক্ষেত্রে বলি, ডিভাইসটি যদি Apple কোম্পানির হয়, তাহলে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। সম্প্রতি চীনে এরকমই একটি ঘটনার খবর প্রকাশ্যে এসেছে।

২৬ তলা থেকে পড়ে যাওয়ার পরেও অক্ষত রইলো iPhone 12 Pro

ফুজিয়ান প্রদেশের নিংদেতে বসবাসকারী এক চীনা মহিলা দাবি করেছেন যে, তার আইফোন ১২ প্রো (iPhone 12 Pro) হ্যান্ডসেটটি একটি ভবনের ২৬ তলা থেকে নীচে পড়ে যাওয়া সত্ত্বেও সেটি পুরোপুরিভাবে অক্ষত অবস্থায় রয়েছে। মহিলাটি জানিয়েছেন যে, গত ১৮ ডিসেম্বর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ২৬ তলার বারান্দায় দাঁড়িয়ে তিনি তার কম্বলটিকে রোদে দিচ্ছিলেন। আচমকাই তার পকেটে থাকা আইফোনটি নীচে পড়ে যায়। এরপর তিনি লক্ষ্য করেন যে, বিল্ডিংয়ের দোতলায় একটি ফোমের তৈরি প্ল্যাটফর্মে ফোনটি গিয়ে পড়েছে। তাই সেটিকে ফিরে পাওয়ার জন্য তিনি ওই অ্যাপার্টমেন্টের এক কর্মীকে অনুরোধ করেন। তারপর ওই কর্মী দোতলায় উঠে ফোনটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

এরপর ফোনটি হাতে পেয়েই রীতিমতো চক্ষু চড়কগাছ গাছ হয়ে যায় ওই মহিলার। তিনি দেখেন যে, ২৬ তলা থেকে পড়ে যাওয়া সত্ত্বেও ডিভাইসটির গায়ে এতটুকুও আঁচড় লাগেনি। সেটি সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে এবং একেবারে ঠিকঠাক কাজও করছে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় ওই মহিলার পাশাপাশি নেটিজেনরাও খুবই অবাক হয়ে গিয়েছেন। আবার অনেকেই মনে করছেন যে, ২৬ তলা থেকে নীচে পড়ার পরেও যেহেতু দোতলায় থাকা একটি ফোম প্ল্যাটফর্মে আইফোনটি গিয়ে পড়ে, তাই এক্ষেত্রে কাকতালীয়ভাবে সেটি রক্ষা পেয়ে গিয়েছে। যাইহোক, এই প্রসঙ্গে বলে রাখি, দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গেলে যাতে ফোন ভেঙে না যায়, তার জন্য আইফোন ১২ প্রো-তে বেশ কিছু কার্যকর ফিচার মজুত রয়েছে। হ্যান্ডসেটটিতে একটি সুপার-সিরামিক প্যানেল এবং একটি ম্যাট টেক্সচারড গ্লাস ব্যাক প্যানেল উপলব্ধ। সেইসাথে ডিভাইসটিতে একটি অতি উন্নত মানের স্টেইনলেস স্টিল ফ্রেমও দেওয়া হয়েছে।

এর আগেও একাধিকবার ঘটেছে এরকম চমকপ্রদ ঘটনা

তবে এই প্রথম নয়, Apple-এর iPhone-কে ঘিরে এর আগেও একাধিক চমকপ্রদ ঘটনা ঘটেছে। বিমান থেকে (১১,০০০ ফুটেরও বেশি উচ্চতা থেকে) মাটিতে পড়ে যাওয়ার পর কিংবা দীর্ঘ কয়েক মাস ব্যাপী জলের তলায় থাকার পরও iPhone-এর নানাবিধ মডেলের সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক অবস্থায় থাকার ঘটনা এর আগে বহুবার খবরের শিরোনামে দেখা গেছে। উল্লেখ্য যে, অন্য কোনো কোম্পানির স্মার্টফোনকে কেন্দ্র করে কিন্তু সচরাচর এরকম কোনো তাক লাগানো খবর চোখে পড়ে না। ফলে বিশ্বের অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের তুলনায় Apple-এর প্রযুক্তি যে নিঃসন্দেহে অনেকটাই এগিয়ে রয়েছে, সেকথা অস্বীকার করার কোনো উপায় নেই বললেই চলে।