বড় বড় বাইক ভয়ে কাঁপবে! ধুকপুকানি বাড়িয়ে ধামাকাধার প্যাকেজ নিয়ে আসছে KTM

সুপারবাইক মানেই দুর্ধর্ষ গতি, ব্যাপক স্টাইল ও অত্যাধুনিক ফিচারের সংমিশ্রণ। এই বাইক কেনা তাই অনেকের জীবনেই স্বপ্ন। এই জগতে অন্যতম একটি বড় নাম ব্র্যাবাস (Brabus)। উক্ত সেগমেন্টে আরও এক প্রখ্যাত সংস্থা হচ্ছে কেটিএম (KTM)। এই দুই কোম্পানি যৌথ উদ্যোগে ২০২২ সালে প্রথম মোটরসাইকেল লঞ্চ করেছিল। যার নাম – Brabus 1300 R। রাশভারী মডেল KTM 1290 Super Duke R-এর উপর ভিত্তি করে এসেছিল এটি। গত বছর Brabus 1300 R-এর নতুন সংস্করণ বাজারে আনা হয়। এবারে সংস্থাদ্বয় যৌথভাবে Brabus 1400 R বাজারে আনতে চলেছে। সবচেয়ে বড় চমক রয়েছে ইঞ্জিনকে ঘিরে।

Brabus 1400 R বাজারে আসছে

KTM 1390 Super Duke R (Evo)-এর উপর ভিত্তি করে আসতে চলেছে Brabus 1400। তাই এতে কেটিএম-এর উক্ত মডেলের ইঞ্জিন ব্যবহার করা হবে। ইতিমধ্যেই এই নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে ব্র্যাবাস। জানা গেছে, এবারে একাধিক ভ্যারিয়েন্টে বাজারে হাজির হবে এই বাইক। ভ্যারিয়েন্টগুলি হচ্ছে – Brabus 1400 R Signature, Brabus 1400 R Tailor Made ও Brabus 1400 R Rocket।

দীর্ঘদিন ধরেই টু হুইলারের ইঞ্জিন টিউনিং থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে ব্র্যাবাস। তাই Brabus 1400 R-তে ব্যবহার করা হচ্ছে 1390 Super Duke রেঞ্জের ইঞ্জিন। এই ১,৩৫০ সিসি পাওয়ারট্রেন থেকে সর্বোচ্চ ১০,০০০ আরপিএম গতিতে ১৯০ এইচপি শক্তি এবং ৮,০০০ আরপিএম গতিতে ১৪৫ এনএম টর্ক উৎপন্ন হয়।

এমনকি ব্র্যাবাসের এই বাইকে কেটিএম এর চ্যাসিস ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ক্রোম মলিবডেনোম স্টিলের তৈরি টিউবুলার ফ্রেম, অ্যালুমিনিয়াম সিঙ্গেল সাইডেড সুইং আর্ম এবং WP সাসপেনশনের সেমি অ্যাক্টিভ কন্ট্রোল কম্পোনেন্ট। ডিজাইনের প্রসঙ্গে বললে Brabus 1400 R-এ থাকছে গোলাকৃতি এলইডি হেডলাইট, কার্বন ফাইবারের তৈরি টপ স্পেক কম্পোনেন্ট।

২০২৪ সালের শেষের দিকে বাজারে হাজির করা হতে পারে এই সুপারবাইক। জানা গেছে, লিমিটেড এডিশনে হাজির হবে এটি। আবার KTM 1390-এর চাইতেও দামি হবে এই মডেল। যদিও কেটিএম বা ব্র্যাবাস, কোন সংস্থার তরফেই এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তাদের এই বাইকে নতুন KTM LC8 প্ল্যাটফর্ম ব্যবহার করা হতে পারে বলে জল্পনা চলছে।