মাঠে ব্যাটারদের ঘুম ছুটিয়ে দিয়ে এবার রাস্তায় গাড়ি ছোটাবেন মহম্মদ শামি, কিনলেন সওয়া কোটির Jaguar

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে বেশ ছন্দে দেখা গিয়েছে ভারতের জোরে বোলার মহম্মদ শামি (Mohammad Shami)-কে। যুগ্মভাবে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে একদিনের ম্যাচে ১৫০ উইকেটের মাইলস্টোনও ছুঁয়ে ফেলছেন তিনি। তার উপর টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ জয়। স্বভাবতই প্রচন্ড উচ্ছ্বসিত শামি। সেই আনন্দে সওয়া কোটির গাড়ি কিনে গ্যারাজে এনে তুলেছেন তিনি। শামি তার বর্তমান ফর্মের মতোই বাজারের অন্যতম সেরা Jaguar F -Type স্পোর্টস গাড়ির মালিক।

দুই আসনযুক্ত সেই স্পোর্টস কারের ডেলিভারির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে টকটকে লাল রঙের ক্যালডেরা রেড শেডের জাগুয়ারের পাশে সবজে রঙের টি-শার্ট পরিহিত শামিকে। স্বভাবতই তার হাস্যময় মুখে আত্মতৃপ্তির ছাপ স্পষ্ট। Jaguar F -Type এর 2.0 Coupe R -Dynamic ভ্যারিয়েন্ট কিনেছেন তিনি।

উল্লেখ্য, এই মুহূর্তে ভারতীয় বাজারে গাড়িটির এক্স শোরুম মূল্য প্রায় ৯৮ লাখ টাকা। আর অন-রোড ধরে আরও ১৫ লাখ বেশি‌। এটি ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন দ্বারা পরিচালিত‌। যা ৫,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২৯৬ বিএইচপি ক্ষমতা এবং ১,৫০০ আরপিএমে সর্বাধিক ৪০০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে ৮ গতির অটোমেটিক ট্রান্সমিশন।

প্রসঙ্গক্রমে, মোট আটটি ট্রিমে পাওয়া যায় এই গাড়ি। F -Type এর সবচেয়ে শক্তিশালী সংস্করনে চালিকাশক্তি জোগায় ৫,০০০ সিসি V8 সুপার চার্জড ইঞ্জিন দেওয়া হয়েছে। যার সর্বোচ্চ ক্ষমতা ও টর্ক যথাক্রমে ৫৬৭ বিএইচপি ও ৭০০ এনএম। ঘন্টা প্রতি ০-১০০ কিলোমিটার গতি তুলতে ৩.৭ সেকেন্ড সময় লাগে। এই মডেল কিনতে গেলে আনুমানিক তিন কোটি টাকা খরচ হবে (অন-রোড)।