প্রথম সেলেই বাজিমাত, ৩০ সেকেন্ডে বিক্রি হয়ে গেল Redmi K30 Pro

Xiaomi কয়েকদিন আগেই চীনে তাদের নতুন ফোন Redmi K30 Pro 5G লঞ্চ করেছিল। লোকাল মার্কেটে এই ফোনটির প্রথম সেল ছিল ২৭ মার্চ। আর সেই সেলে কেবল ৩০ সেকেন্ডে সমস্ত রেডমি কে ৩০ প্রো ৫জি এর ইউনিট বিক্রি হয়ে গেছে বলে দাবি করেছে শাওমি। কোম্পানি এই খবর তাদের উইবো পেজে জানিয়েছে। যদিও এই সেলে ঠিক কত ইউনিট Redmi K30 Pro 5G মজুত ছিল তা কোম্পানি জানায়নি। তবে শাওমির তরফে বলা হয়েছে ওইটুকু সময়ে তারা প্রায় ১ বিলিয়ন ইনকাম করছে।

Redmi K30 Pro দাম :

রেডমি কে ৩০ প্রো 5G ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ৩২,৩০০ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দাম যথাক্রমে প্রায় ৩৬,৬০০ টাকা ও ৩৯,৪০০ টাকা। ফোনটি সাদা, নীল, গোলাপি ও ধূসর রঙে পাওয়া যাবে।

Redmi K30 Pro স্পেসিফিকেশন :

রেডমি কে ৩০ ফোনে ৬.৬৭ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে আছে। যেটিতে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট ও ১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯২.৭ শতাংশ। পারফরম্যান্সের কথা বললে iQOO 3 এবং Realme X50 Pro এর মত এই ফোনেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে দ্রুত ফাইল ট্রান্সফারের জন্য দেওয়া হয়েছে ইউএফসি ৩.১ সাপোর্ট। ফোন গরম না হওয়ার জন্য এখানে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৪,৭০০ ,এমএএইচ ব্যাটারি।

শাওমি রেডমি কে ৩০ প্রো ফোনে পাবেন পপ আপ সেলফি ক্যামেরা। আবার পিছনে গোল আকারে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রধান ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল।এই ক্যামেরায় ডুয়েল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাথে ৩ এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। পিছনের অন্য তিনটি ক্যামেরা হল ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য এই ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটি আইপি৫৩ রেটিং সহ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে পাবেন ডুয়েল মোড ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *