Cryptocurrency: ডিজিটাল মুদ্রা নিয়ে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসতে চায় সরকার

দেশে ক্রিপ্টো-ভবিষ্যত সম্পর্কে দেশীয় ক্রিপ্টো- বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে সরকারের তরফে। সূত্র অনুসারে, বৈঠকে উপস্থিত থাকবে ক্রিপ্টো অ্যাসেট কাউন্সিল (BACC)। আমন্ত্রিত রয়েছে কয়েনডিসিএক্স (Coindcx), ওয়াজিরএক্স (WazirX), কয়েনসুইচ কুবের (Coinswitch Kuber)-এর মতো বাজারসেরা ক্রিপ্টো অ্যাপ কোম্পানিগুলিও। আগামী ১৫ ই নভেম্বর, দুপুর ৩ টে নাগাদ, নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে পারে এই আলোচনাসভা।

ক্রিপ্টোকারেন্সি নিয়ে অতীতেও বেশ কয়েক বার ততপরতা দেখিয়েছে কেন্দ্র। সরকারী উচ্চ আধিকারিকদের সাথে ক্রিপ্টো দুনিয়ার রথীমহারথীদের এই মুখোমুখি আলোচনা দেশে ডিজিটাল কারেন্সির ভবিষ্যত নির্ধারণে যথেষ্ট ফলপ্রসূ হবে বলেই ধারণা একাংশের।

জানা গেছে, ভারতীয় মুদ্রা তথা গোটা অর্থনীতির ওপর ডিজিটাল মুদ্রা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী স্তরে কিধরনের প্রভাব ফেলতে পারে, সম্ভবত সে নিয়েই বিশ্লেষণাত্মক আলোচনায় বসবেন দেশের রাজনৈতিক ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

সভার অফিশিয়াল নোটিশে কার্যক্রমের তালিকায়, ক্রিপ্টো-ফিনান্স ও তার সাথে সম্পর্কিত বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয়ে বিভিন্ন শিল্পসংস্থা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মতামত শোনার বিষয়টির উল্লেখ রয়েছে।

ভারতে ক্রিপ্টো নিয়ে জলঘোলার ইতিহাস বেশ পুরোনো। অতীতে, ২০১৮ সালে রিজার্ভ ব্যাংক দ্বারা সমস্ত ব্যাংক ও NBFC গুলোর ওপর ক্রিপ্টো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২০ সাল নাগাদ অবশ্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা উঠেও যায়।

বর্তমানে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ক্রিপ্টো দুনিয়ার ওপর নিয়ন্ত্রণ আনতে বিভিন্ন পদ্ধতি অবলম্বনের পরিকল্পনা করছে। ক্রিপ্টোকারেন্সিতে আয় করা টাকার ওপর কর চাপানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে। এবিষয়ে, ইতিমধ্যে, একটি কমিটিও তৈরি করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক্রিপ্টো সম্পর্কিত বিলটির খসড়া তৈরির বিষয়টি পর্যবেক্ষণ করছেন, যেটি সম্ভবত চলতি বছরের শেষে, পরবর্তী বাজেট সেশনে, পার্লামেন্টে পেশ হতে চলেছে।

রিজার্ভ ব্যাংক দেশে ক্রিপ্টোকারেন্সির প্রতিস্থাপক হিসেবে CBDC ( Central Banking Digital Currency) নামে সেন্ট্রাল ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত একটি অফিশিয়াল ডিজিটাল কারেন্সির চালু করার বিষয়ে উদ্দ্যোগ নিয়েছে বলে শোনা যাচ্ছে।

এদিকে ভারতে ক্রিপ্টোকারেন্সির বৈধতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও, বিভিন্ন ক্ষেত্রে ক্রিপ্টো মুদ্রা গ্রহণের প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভারত দুনিয়ার দ্রুততম ক্রিপ্টোগ্রহণকারী দেশগুলির মধ্যে অন্যতম। Chainalysis-রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন (Global crypto adoption) সূচকে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে ভিয়েতনাম।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

31 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

39 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

55 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

60 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago