দীর্ঘদিনের চেষ্টার পর ডেটা সুরক্ষা বিল পেশ করতে চলেছে কেন্দ্র, সুবিধা বাড়বে নাকি জটিলতা?

Digital Personal Data Protection Bill: যত সময় এগোচ্ছে ততই প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত হচ্ছে আমাদের দেশ ভারত। আর এই ডিজিটাল ইন্ডিয়ায় সাধারণ মানুষ যাতে প্রযুক্তি…

Digital Personal Data Protection Bill: যত সময় এগোচ্ছে ততই প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত হচ্ছে আমাদের দেশ ভারত। আর এই ডিজিটাল ইন্ডিয়ায় সাধারণ মানুষ যাতে প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে পারে, সেই জন্য দীর্ঘদিন ধরে ডেটা সুরক্ষা বিল নিয়ে কাজ করছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে বিগত কয়েক বছর আলোচনার পর অবশেষে গতকাল মানে বুধবার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা, যার ফলে এবার ভারত সরকার ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল (Digital Personal Data Protection Bill) নিয়ে কাজ এগোতে পারবে। আসলে কেন্দ্রীয় মন্ত্রীসভা, সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে পেশ করার জন্য ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) বিলের খসড়া অনুমোদন করেছে। এই বিল কার্যকরী হলে তা ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করবে। আর কোনোভাবে বিলের নিয়ম লঙ্ঘন করলে ব্যক্তি বা সংস্থার ওপর ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে – অন্তত এমনটাই বিলে প্রস্তাব করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২০শে থেকে সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে যা চলবে ১১ই আগস্ট পর্যন্ত।

নাগরিকদের ডিজিটালি সুরক্ষা দেবে নতুন বিল

সূত্রের মতে, নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলে ইলেকট্রনিক্স তথা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শের জন্য প্রকাশিত সমস্ত বিধি-বিধানই অন্তর্ভুক্ত রয়েছে। সেক্ষেত্রে একবার যদি এই বিলটি সংসদের উভয় কক্ষেই পাস হয় এবং একটি আইনে পরিণত হয়, তবে এটি ভারতের মূল ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক হিসেবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কাজ করবে। মূলত সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মেই এর প্রভাব পড়বে।

একদিকে যেমন এদেশের মানুষ বিভিন্নভাবে নেটমাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, তেমনই হালফিল সময়ে কেন্দ্র সরকার ও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির মধ্যে অনেক মতপার্থক্য দেখা গেছে। তাছাড়া এই প্ল্যাটফর্মগুলি কতটা সুরক্ষিত সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এমতাবস্থায় প্রস্তাবিত ডেটা সুরক্ষা বিল, আইন হিসেবে ছাড়পত্র পেলে ওই ধরণের সংস্থাগুলির ক্ষেত্রে এবং ইউজার ডেটা প্রসঙ্গে অনেক ক্ষমতা পাবে সরকার। এছাড়া আইন কার্যকর হলে, ইউজাররা স্বয়ং তাদের ডেটা সংগ্রহ, স্টোরেজ এবং প্রসেসিং সম্পর্কিত বিশদ জানতে পারবেন; প্রয়োজনে তাঁরা যেতে পারবেন দেওয়ানি আদালতেও।

বিল নিয়ে উত্তেজনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী

আলোচ্য বিলের খসড়া অনুমোদন পাওয়ার পর, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বেশ জোর দিয়ে বলেছেন যে আসন্ন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল ভারতে উপলব্ধ ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে বড় পরিবর্তন আনবে। এতে করে ব্যক্তিগত ডেটা শোষণ বা তার অপব্যবহারও আটকানো যাবে। এছাড়া তিনি নিশ্চিত করে দিয়েছেন যে, এই বিল সংক্রান্ত পদক্ষেপটি মোটেও কোনো সেন্সরশিপের কাজ করবেনা। এমনকি এই বিলের নিয়ম সরকারি কোম্পানিগুলির ওপরেও লাগু হবে।