তথ্য পাচারকারী ৫২ টি চীনা অ্যাপের তালিকা কেন্দ্রকে দিল গোয়েন্দা সংস্থা, এক্ষুনি ডিলিট করুন

ধীরে ধীরে তলানিতে ঠেকছে ভারত চীনের সম্পর্ক। এই করোনা সংক্রমণের পরিস্থিতিতে যখন লকডাউনের জেরে আমরা বাড়িতে বসে বিরক্ত হচ্ছি, তখন গতকাল সীমান্তে চিনের সাথে লড়াইয়ে শহিদ হয়েছেন কয়েকজন ভারতীয় সৈনিক। এরপরেই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি, ভারত সরকারকে চিনের সাথে সম্পর্কিত ৫০টির বেশি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা জানিয়েছে, যেগুলি একেবারেই নিরাপদ নয় এবং আমাদের ব্যক্তিগত ডেটা দেশের বাইরে সরবরাহ করতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

সরকারের কাছে প্রেরিত এই অ্যাপ্লিকেশনগুলির তালিকার মধ্যে ভিডিও কনফারেন্সিং অ্যাপ Zoom, শর্ট-ভিডিও অ্যাপ্লিকেশন Tiktok এবং অন্যান্য ইউটিলিটি এবং সামগ্রী অ্যাপ্লিকেশন যেমন UC ব্রাউজার, Xender, SHAREit এবং ক্লিন-মাস্টারের মত বহুল প্রচলিত অ্যাপ অন্তর্ভুক্ত রয়েছে।

এই বছরের এপ্রিলে স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি – কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া (CERT-in) এর পরামর্শে জুম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। ভারতই প্রথম এই অ্যাপটি সম্পর্কে জনগণকে সচেতন করেছিলো। তবে শুধু ভারতে নয়, পরে তাইওয়ান, জার্মানী এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এই অ্যাপের বদলে বিকল্প মাধ্যম বেছে নিয়ে নিয়েছিল।

তবে এবার কেবল জুম নয়, গোয়েন্দা বিভাগ আরও ৫২টি অ্যাপের তালিকা কেন্দ্র সরকার কে পাঠিয়েছে। যে অ্যাপগুলি তৈরী করেছে চীনা ডেভেলপাররা। গোয়েন্দা বিভাগ থেকে মনে করা হচ্ছে এই অ্যাপগুলি ভারতীয়দের তথ্য চীনকে পাচার করছে। আসুন জেনে নিই কোন কোন অ্যাপ এই তালিকায় আছে।

১. TikTok,
২. Vault-Hide,
৩. Vigo Video,
৪. Bigo Live,
৫. Weibo,
৬. WeChat,
৭. SHAREit,
৮. UC News,
৯. UC Browser,
১০. BeautyPlus,
১১. Xender,
১২. ClubFactory,
১৩. Helo,
১৪. LIKE,
১৫. Kwai,
১৬. ROMWE,
১৭. SHEIN,
১৮. NewsDog,
১৯. Photo Wonder,
২০. APUS Browser,
২১.VivaVideo- QU Video Inc
Perfect Corp,
২৪. CM Browser,
২৫. Virus Cleaner (Hi Security Lab)
২৬. Mi Community,
২৭. DU recorder,
২৮. YouCam Makeup,
২৯. Mi Store,
৩০. 360 Security,
৩১. DU Battery Saver,
৩২. DU Browser,
৩৩. DU Cleaner,
৩৪. DU Privacy,
৩৫. Clean Master – Cheetah
৩৬. CacheClear DU apps studio,
৩৭. Baidu Translate,
৩৮. Baidu Map,
৩৯. Wonder Camera,
৪০. ES File Explorer,
৪১. QQ International,
৪২. QQ Launcher,
৪৩. QQ Security Centre,
৪৪. QQ Player,
৪৫. QQ Music,
৪৬. Parallel Space,
৪৭. QQ NewsFeed,
৪৮. WeSync,
৪৯. SelfieCity,
৫০. Clash of Kings
৫১. Mail Master,
৫২. Mi Video call-Xiaomi,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *