চলতি বছরের আগস্টেই ভারতে চালু হচ্ছে 5G পরিষেবা, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী দেবুসিংহ চৌহান

এখনও নির্ধারিত নয় স্পেকট্রাম নিলামের দিনক্ষণ। অথচ জেনেভায় আন্তর্জাতিক টেলিকম ইউনিয়ন আয়োজিত ‘ওয়ার্ল্ড সামিট অফ ইনফরমেশন সোসাইটি’ শীর্ষক সম্মেলনে (WSIS, 2022) আগামী ১৫ই আগস্ট ভারতে 5G চালুর আশ্বাস দিলেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মাননীয় দেবুসিংহ চৌহান। এই প্রথম নয়, বরং এর আগেও মন্ত্রীর মুখে এহেন আশ্বাস শোনা গিয়েছে। তাছাড়া শুধুমাত্র তিনিই নন, এর আগে একই আশ্বাস দিয়েছেন সরকারের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয়। তবু স্পেকট্রাম নিলামের তারিখ স্থির না হওয়ায় এবিষয়ে সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে।

5G প্রযুক্তি সংক্রান্ত গবেষণার জন্য বিশেষ ফান্ড গড়তে উদ্যোগী সরকার

যাইহোক, জেনেভায় আয়োজিত সম্মেলনে মন্ত্রী দেবুসিংহ চৌহান আরও জানান যে, 5G প্রযুক্তি সংক্রান্ত পরীক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার একটি রিসার্চ ও ডেভলপমেন্ট ফান্ড গঠন করতে আগ্রহী। তার বক্তব্য, ইতিমধ্যে ভারত পূর্ণ স্বদেশী 4G স্ট্যাক (Stack) নির্মাণে সফল হয়েছে। এর ফলে দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল 4G কোর (Core) এবং রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক গড়ে তোলা ও পরীক্ষা করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে টেলিকম অপারেটরেরা যে কোনও ভেন্ডর বেছে নিয়ে অপেক্ষাকৃত কম খরচে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারবে বলে মন্ত্রী দাবি করেন। এরপরই তিনি জানান যে চলতি বছরের আগস্ট মাস নাগাদ ভারত পূর্ণ স্বদেশী 5G স্ট্যাক রোলআউট করতে সফল হবে।

অন্ত্যোদয়ের ধারণায় বিশ্বাসী ভারত

আসন্ন 5G ব্যবস্থা ছাড়াও চৌহান এদিন ভারতে কানেক্টিভিটির চরিত্র সম্পর্কে তার মতামত পেশ করেন। তিনি জানান ভারতে অন্ত্যোদয়ের ধারণা জনপ্রিয়, যা সমাজের নীচের তলার, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের উন্নতির কথা বলে। দেশের সর্বত্র পরবর্তী প্রজন্মের 5G যোগাযোগ ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও ভারতের সরকার এই নীতি মেনে চলছে বলেই মন্ত্রী উল্লেখ করেন।

প্রসঙ্গত চৌহান আরও জানিয়েছেন, দেশে ভরসাযোগ্য আইসিটি (ICT) পরিকাঠামোর বিকাশের উদ্দেশ্যে ইতিমধ্যে প্রায় ৬ হাজার গ্রামকে অপটিক ফাইবারের চাদরে মুড়ে ফেলা হয়েছে। তাছাড়া উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, সমুদ্রতলস্থিত কেবল নেটওয়ার্ক প্রভৃতির দ্বারা ছোট, বিচ্ছিন্ন দ্বীপ এমনকি পূর্বের যোগাযোগহীন এলাকাগুলির মধ্যে পর্যন্ত সংযোগ গড়ে তোলা হয়েছে।

চৌহানের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার 5G প্রযুক্তি নিয়ে আসার ওপরে সর্বাপেক্ষা জোর দিয়েছে। সেজন্য চলতি মাসের যে কোনও সময়ে টেলিকম দপ্তর স্পেকট্রাম নিলামের ডাক দিতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে দেরি না হলে, মন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই Reliance Jio, Airtel, Vi প্রমুখ বেসরকারি টেলকোগুলি 5G লঞ্চে সক্ষম হবে। সুতরাং সমস্ত কিছুই এখন সরকারি তৎপরতার উপর নির্ভর করছে।

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago