Apps: দৈনিক পাঁচ ঘন্টা অ্যাপে ডুবে আছে ভারতীয়রা, কোন অ্যাপ ব্যবহার হচ্ছে বেশি?

দৈনিক চার ঘণ্টারও বেশি সময় মোবাইল অ্যাপের পেছনে ব্যয় করছেন ভারতীয়রা! সদ্য সমীক্ষাকারী প্ল্যাটফর্ম Data.ai -এর গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। তবে কেবল ভারত নয়, রোজ মোবাইল অ্যাপে প্রায় একই সময় কাটাচ্ছেন বিশ্বের আরও ১২টি দেশের মানুষ! এক্ষেত্রে কোন কোন অ্যাপের পেছনে ইউজারেরা বাড়তি সময় খরচ করছেন, তাও উক্ত গবেষণায় ফাঁস হয়েছে।

ভারত ছাড়া বিশ্বের অপর যে ১২টি দেশের নাগরিকেরা মোবাইল অ্যাপ ব্যবহারে দিনে ৪ ঘন্টারও বেশি সময় ব্যয় করছেন তাদের মধ্যে রয়েছে, সিঙ্গাপুর, ব্রাজিল, মেক্সিকো, অস্ট্রেলিয়া, জাপান, দঃ কোরিয়া, কানাডা, রাশিয়া, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং গ্রেট ব্রিটেন। এছাড়া ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রাজিলের মানুষ দৈনিক ৫ ঘন্টারও অধিক সময় মোবাইল অ্যাপে খরচ করছেন বলে গবেষণায় সামনে এসেছে।

অবশ্য দিনের একটা বড় সময় মোবাইল অ্যাপ্লিকেশনে অতিবাহিত করার প্রবণতা সম্প্রতি কিছুটা কমেছে বলেও গবেষণায় ধরা পড়েছে। বিশেষত ২০২০ সালের ২য় কোয়ার্টারের (Q2, 2020) পর থেকেই এই প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করে। এর পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ। প্রকৃতপক্ষে কোভিডের সময় মানুষ মোবাইল অ্যাপের ব্যবহারে অত্যন্ত বেশি মাত্রায় অভ্যস্ত হয়ে পড়ে। সেসময় এডুকেশন, শপিং, ব্যাঙ্কিং, গেমিং সহ প্রতিটি বিভাগের অ্যাপ্লিকেশন ব্যবহার ব্যাপকভাবেই বৃদ্ধি পায়। বাড়িতে থেকে কাজের (WFH) দৌলতে বৃদ্ধি পায় ইন্টারনেটের চাহিদাও। তবে অতিমারিপর্ব কাটিয়ে জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরে আসতেই মানুষ মোবাইল অ্যাপের পেছনে তুলনামূলক অল্প সময় ব্যয় করছেন বলে গবেষণা জানিয়েছে।

এছাড়া গবেষণা থেকে এও জানা গিয়েছে যে এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক ডাউনলোড হওয়া স্মার্টফোন অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম (Instagram)। তাছাড়া ইউজারদের সময় খরচের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে, টিকটক (TikTok)। অন্যদিকে অ্যাক্টিভ বা সক্রিয় ব্যবহারকারীর নিরিখে অপর সমস্ত অ্যাপের (Whatsapp, TikTok, Twitter, Instagram, Netflix, Amazon) তুলনায় ফেসবুক (Facebook) যে এখনও এগিয়ে, তাও গবেষণায় প্রমাণ হয়ে গিয়েছে।