২০২১ সালে ২,৮৩,৬৬৬ কোটি টাকার স্মার্টফোন বিক্রি হয়েছে ভারতে, পছন্দের ব্র্যান্ড Xiaomi

অতিমারি পরিস্থিতিতেও রেকর্ড আয়ের মুখ দেখলো ভারতীয় স্মার্টফোন বাজার। বাজার সমীক্ষাকারী সংস্থা CounterPoint Research -এর পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে দেশীয় স্মার্টফোন বাজারের আয় ৩৮ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২,৮৩,৬৬৬ কোটি টাকা) অতিক্রম করেছে যা এযাবৎকাল পর্যন্ত সর্বাধিক! এক্ষেত্রে পূর্ববর্তী বছরের তুলনায় স্মার্টফোন বাজারে বৃদ্ধির হার ২৭ শতাংশ। প্রায় ১৬৯ মিলিয়ন প্রোডাক্ট সরবরাহের ফলে দেশীয় স্মার্টফোন বাজারের এই অভূতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে বলে Counterpoint Research সমীক্ষকেরা জানিয়েছেন।

সরবরাহের নিরিখে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi, ২য় Samsung

২০২১ সালে দেশীয় স্মার্টফোন বাজারের রেকর্ড আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে চীনা ব্র্যান্ড শাওমি (Xiaomi)। সমীক্ষাকারী সংস্থার মতে আলোচ্য সময়পর্বে শাওমির দখলে রয়েছে সর্বোচ্চ ২৪ শতাংশ বাজার শেয়ার। এভাবে সংস্থাটি বর্তমানে দেশের এক নম্বর স্মার্টফোন সরবরাহকারী ব্র্যান্ডে পরিণত হয়েছে। বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের (৩০,০০০ টাকার বেশি) স্মার্টফোন বিক্রিতে সংস্থার আয় বার্ষিক ২৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে যাকে দুর্দান্ত বললেও কম বলা হয়।

শাওমির পর গতবছর দেশীয় বাজারে সর্বাধিক স্মার্টফোন সরবরাহকারী ব্র্যান্ডের নাম স্যামসাং (Samsung)। এক্ষেত্রে ১৮ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখে দক্ষিণ কোরীয় সংস্থাটি দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। তবে এই খবরে খুব একটা খুশি হওয়ার কিছু নেই। কারণ পূর্ববর্তী বছরের তুলনায় ২০২১ সালে স্যামসাং ৮ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ফোল্ডেবল (Fold এবং Flip) স্মার্টফোনের বিভাগে সংস্থাটি বেশ অগ্রগতি প্রত্যক্ষ করেছে বলে সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে।

আলোচ্য তালিকায় তৃতীয় স্থান হাসিল করেছে রিয়েলমি (Realme)। এটি এই মুহূর্তে দেশের সবথেকে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড। ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সংস্থাটির দখলে রয়েছে ১৪ শতাংশ বাজার শেয়ার। তবে আলোচ্য বছরের চতুর্থ প্রান্তিকে বাৎসরিক ২০ শতাংশ বৃদ্ধির কারণে সংস্থাটি স্মার্টফোন সরবরাহকারী ব্র্যান্ডের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে যা এক্ষেত্রে উল্লেখ্য।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তালিকায় যে ব্র্যান্ডদ্বয় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করেছে তারা হলো ভিভো (Vivo) এবং ওপ্পো (Oppo)। অবশ্য শুধুমাত্র 5G স্মার্টফোন বিক্রির কথা ধরলে ভিভোর দখলে রয়েছে সর্বোচ্চ ১৯ শতাংশ বাজার শেয়ার। এছাড়া জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল (Apple) অপেক্ষাকৃত অধিক মূল্যের (৩০,০০০ টাকার বেশি) স্মার্টফোন বিক্রি বাবদ আয়ে বাৎসরিক ১০৮ শতাংশ বৃদ্ধির মুখ দেখেছে বলে সমীক্ষাকারী সংস্থা জানিয়েছে।

Soumojit Chatterjee

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago