চীনা অ্যাপ UC ব্রাউজার কে টেক্কা দিতে এল ভারত ব্রাউজার, এক্ষুনি করুন ডাউনলোড

মানুষের মধ্যে চীন বিরোধী মনোভাবের পূর্ণ ফায়দা নিচ্ছে ভারতীয় ডেভেলপাররা। বেশ কয়েক সপ্তাহ ধরেই তারা চীনের বহু বিকল্প অ্যাপ...
techgup 23 Jun 2020 6:36 PM IST

মানুষের মধ্যে চীন বিরোধী মনোভাবের পূর্ণ ফায়দা নিচ্ছে ভারতীয় ডেভেলপাররা। বেশ কয়েক সপ্তাহ ধরেই তারা চীনের বহু বিকল্প অ্যাপ লঞ্চ করেছে। এরমধ্যে টিকটকের বিকল্প হিসাবে Chingari-র জনপ্রিয়তার কথা তো আপনারা সবাই জানেন। এবার বেঙ্গালুরুর এক স্টার্টআপ UC Browser এর বিকল্প হিসাবে Bharat Browser লঞ্চ করলো। এই ব্রাউজারে বিভিন্ন ভারতীয় ভাষা সাপোর্ট করবে।

ভারত ব্রাউজার সমস্ত লো বাজেট ও বাজেট বা প্রিমিয়াম ফোনে সাপোর্ট করবে। এই ব্রাউজারের সাইজ ৮.২ এমবি। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ভারত ব্রাউজার একটি অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ্লিকেশন যেখানে আপনি ব্রাউজিং ছাড়াও বিভিন্ন অ্যাপের সুবিধা পাবেন। আসুন Bharat Browser এর বিভিন্ন ফিচার সম্পর্কে জেনে নিই।

Bharat Browser এর ফিচার :

ভারত ব্রাউজারে ব্যবহারকারী গেম খেলতে পারবে। খবর পড়া, শপিংয়ের মতো কাজও এই ব্রাউজারের দ্বারা করা সম্ভব।

এই ব্রাউজারে কোনও রাজ্যে এবং ভাষা অনুযায়ী কন্টেন্ট খোঁজ করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের রাজ্য নির্বাচন করার পর সেই রাজ্যের যাবতীয় খবর পেয়ে যাবে।

দেশের বিভিন্ন চ্যানেল এবং জনপ্রিয় ভিডিয়ো এই ব্রাউজারে দেখা যাবে। ট্রেন্ডিং ভিডিও সম্পর্কে তথ্য ও পাওয়া যাবে।

শিশুদের জন্য একটি পৃথক বিভাগ রয়েছে এখানে প্রি-লোডড ভিডিয়ো, ছড়া, গেম পাওয়া যাবে।

Show Full Article
Next Story