Indian Road: আমেরিকার মতো ঝাঁ চকচকে রাস্তা পাবে প্রগতিশীল ভারত, প্রতিশ্রুতি নিতিন গডকড়ীর

ভারতের রাস্তাঘাট ও জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে বরাবরই তৎপর কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। এর আগে তিনি বলেছিলেন যে, দেশের আর্থিক সমৃদ্ধি এবং পরিবহণের ব্যয় নির্ভর করে দেশের সড়কের পরিকাঠামোর উপর। এবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকার মতো ভারতের রাস্তাও হবে ঝাঁ চকচকে । তাও সেটা আবার আগামী দু’বছরের মধ্যে।

এর আগে গডকড়ী বলেছিলেন, দেশে প্রতিদিন ৫০ কিলোমিটার করে রাজপথ নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এ বছর, যা একটি বিশ্ব রেকর্ড। আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি (John F Kennedy)-র প্রসঙ্গ টেনে গডকড়ী বলেন, “ভারতকে প্রগতিশীল করে তুলতে ২০২৪-এর মধ্যে আমেরিকার মতো রাস্তার পরিকাঠামো তৈরি করা হবে বলে আমি কথা দিচ্ছি।”

তিনি বলেন, “কেনেডি বলেছিলেন আমেরিকার রাস্তা ভালো নয় কারণ আমেরিকা ধনী দেশ। কিন্তু আমেরিকা আজ ধনী কারণ আমেরিকার রাস্তা ভালো।” একই সাথে তিনি বলেন যে পুরানো DPR প্রযুক্তির বদলে বিশ্বের সেরা PMC সিস্টেম চালু করেছে সরকার, যাতে প্রকল্পের খরচ কমিয়ে আনা যায়। তিনি জানান, সেরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের উপর তৈরি হওয়া মাজুলি সেতু নির্মাণ খাতে ব্যয় ৬,০০০ কোটি টাকা থেকে ৬৮০ কোটি টাকায় কমিয়ে আনা হয়েছে।

দেশের সদ্য তৈরি হওয়া দিল্লির-মিরাট এক্সপ্রেসওয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই জাতীয় সড়কটি তৈরি হওয়ার পর যাত্রার সময় কমে ৪০ মিনিট হয়েছে। এছাড়াও দিল্লী-মুম্বাই রাজপথটি ব্যবহার করে ১২ ঘন্টায় এক শহর থেকে আরেক শহরে পৌঁছানো যায়। এছাড়াও গডকড়ী বলেন, শ্রীনগর থেকে মুম্বইয়ে যাতে ২০ ঘন্টায় পৌঁছানো যায় তার জন্য আমরা চেষ্টা করব। আবার কাশ্মীরের জোজিলা টানেলে কাজ চলছে বলে তিনি জানান।