৯ হাজার টাকার কমে ৩২ ইঞ্চি টিভি, Infinix 32 Inch Y1 তাক লাগানো ফিচার সহ লঞ্চ হল

বর্তমানে ভারতে স্মার্ট টিভির (Smart TV) জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। আর সেই কারণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ব্র্যান্ড বাজারে আনছে নতুন টিভি। আজ Infinix ভারতে তাদের একটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে, যার নাম Infinix 32 Inch Y1 Smart TV (ইনফিনিক্স ৩২ ইঞ্চি ওয়াই১ স্মার্ট টিভি)। এই টিভির দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। আর ফিচারের কথা বললে, এই স্মার্ট টিভিতে দুর্দান্ত ইমেজ কোয়ালিটি এবং উচ্চ মানের স্টেরিও সাউন্ডের সুবিধা রয়েছে। আসুন নতুন Infinix 32 Inch Y1 Smart TV-র দাম, উপলব্ধতা এবং ফিচার দেখে নেওয়া যাক।

Infinix 32 Inch Y1 স্মার্ট টিভির দাম, লভ্যতা

নতুন ইনফিনিক্স ৩২ ইঞ্চি ওয়াই১ স্মার্ট টিভির দাম ধার্য করা হয়েছে মাত্র ৮,৯৯৯ টাকা। আগামী ১৮ জুলাই অর্থাৎ পরবর্তী সপ্তাহ থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে এটি কেনা যাবে।

Infinix 32 Inch Y1 স্মার্ট টিভির স্পেসিফিকেশন

ইনফিনিক্স ৩২ ইঞ্চি ওয়াই১ স্মার্ট টিভিটি এইচডি স্ক্রিনসহ এসেছে, যাতে বেজেল-লেস ডিজাইন দেখা যাবে। আবার এতে দেওয়া হয়েছে কোয়াড-কোর প্রসেসর, ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি স্টোরেজের অপশন। সাউন্ড সিস্টেমের কথা বললে, এই টিভিতে ২০ ওয়াট স্পিকারসহ ডলবি অডিও সাউন্ড এবং সারাউন্ড সাউন্ডের সুবিধা উপলব্ধ। যার ফলে ইউজাররা টিভিটির মাধ্যমে চমৎকার সাউন্ড আউটপুট পাবেন।

এছাড়াও আর পাঁচটা স্মার্ট টিভির মত Infinix 32 Inch Y1 মডেলে YouTube, Amazon Prime, SonyLiv, Zee5, Eros Now, YuppTV, AajTak, Plex এবং Hotstar-এর মত ওটিটি (OTT) অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য টিভিটি ৩টি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, একটি অপটিক্যাল, একটি ল্যান (LAN), একটি মিরা-কাস্ট (MiraCast) এবং ওয়াই-ফাই (WiFi) সহ এসেছে। আবার এতে বিল্ট-ইন ক্রোমকাস্ট উপস্থিত। সংস্থার মতে, টিভির রিমোট কন্ট্রোলটি হাতে ধরার জন্য অত্যন্ত পাতলা হবে। এই রিমোটে YouTube এবং Prime Video-র জন্য হট কী (Hot-Key) দেখা যাবে।

নতুন টিভির লঞ্চের প্রসঙ্গে ইনফিনিক্স ইন্ডিয়ার সিইও অনীশ কাপুর বলেছেন যে, কোম্পানি ক্রমাগত গ্রাহকদের বিবর্তিত বিনোদন চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রোডাক্ট তৈরি করছে। তাই Infinix 32Y1 টিভি গ্রাহকমহলে বেশ সমাদৃত হবে বলে আশা করা যায়।