LED Smart TV: ২০,০০০ টাকা খরচ করলেই বাড়ি আনতে পারবেন দারুণ ফিচারযুক্ত এই ৪৩ ইঞ্চি স্মার্টটিভি

বর্তমান সময়ে বড় সময়ে বেশির ভাগ গ্রাহকই বড় স্ক্রিনের টিভি কিনতে পছন্দ করতে করছেন। হুড়মুড়িয়ে বাড়ছে অ্যান্ড্রয়েড বা স্মার্টটিভির চাহিদাও। সেক্ষেত্রে আপনি তুলনামূলক সস্তায় একটি নতুন ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি কিনতে চান, তাহলে আমরা আপনাকে ২০,০০০ টাকার রেঞ্জে উপলব্ধ এমন একটি টিভির কথা বলব যাতে কোয়াড কোর প্রসেসর, ৩৬ ওয়াট সাউন্ড আউটপুটের সাথে বিভিন্ন অ্যাপের সাপোর্ট এবং ওটিটি বেনিফিট পাওয়া যাবে। তাছাড়াও এই বাজারের কোনো বিদ্যমান বা পুরোনো টিভি মডেল নয়, বরঞ্চ Infinix X3 (ইনফিনিক্স এক্স৩) নামের এই টিভিটি হালফিল সময়েই লঞ্চ হয়েছে। আসুন এখন এই ৪৩ ইঞ্চি Infinix X3 টিভির স্পেসিফিকেশন, দাম এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

Infinix X3 টিভির স্পেসিফিকেশন

এই সস্তা ইনফিনিক্স এক্স৩ অ্যান্ড্রয়েড টিভি মডেলে, গ্রাহকরা ১৯২০×১০৮০ পিক্সেল রেজোলিউশনের সমর্থনসহ ৪৩ ইঞ্চি ফুলএইচডি স্ক্রিন পাবেন, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। অন্যদিকে এতে ১ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ এবং ৬৪ বিট কোয়াড কোর প্রসেসর থাকবে। একইভাবে মডেলটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং এর সাথে সম্বলিত থাকবে ইনবিল্ট ক্রোমকাস্ট বা গুগল অ্যাসিস্ট্যান্টের মত অপশন।

এছাড়াও ওটিটি বেনিফিট হিসেবে গ্রাহকরা টিভিটিতে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং ইউটিউবের মতো অ্যাপগুলির সমর্থন পাবেন। আবার স্মার্টটিভি মডেলটিতে ৩৬ ওয়াটের সাউন্ড আউটপুট, ব্লুটুথ ৫, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, তিনটি এইচডিএমআই এবং দুটি ইউএসবি পোর্ট দেখা যাবে।

Infinix X3 টিভির দাম, উপলব্ধতা

দাম সম্পর্কে বললে, ভারতে ৪৩ ইঞ্চি ইনফিনিক্স এক্স৩ অ্যান্ড্রয়েড টিভিটি ১৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এটি আগামী ৩১শে মার্চ থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রি হবে।