পাবেন ৫০০ টাকা ছাড়, Infinix Hot 10S আজ প্রথমবার সস্তায় কেনার সুযোগ

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 10S। আজ প্রথমবার ফোনটি কেনা যাবে। দুপুর ১২ টায় ই-কমার্স সাইট Flipkart থেকে এর সেল শুরু হবে। লঞ্চ…

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 10S। আজ প্রথমবার ফোনটি কেনা যাবে। দুপুর ১২ টায় ই-কমার্স সাইট Flipkart থেকে এর সেল শুরু হবে। লঞ্চ অফার হিসাবে আজ যারা ইনফিনিক্স হট ১০এস কিনবেন, তারা ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন। ভারতে এই ফোনটি ১০ হাজার টাকার রেঞ্জে এসেছে। Infinix Hot 10S ফোনে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর।

Infinix Hot 10S এর দাম ও অফার

ভারতে ইনফিনিক্স হট ১০এস দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেগুলি হল ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা ও ১০,৯৯৯ টাকা। ফোনটি চারটি কালার অপশনে উপলব্ধ- ৭ ডিগ্রি পার্পেল, ৯৫ ডিগ্রি ব্ল্যাক, মোরান্ডি গ্রিন ও হার্ট অফ ওশান।

সেল উপলক্ষ্যে ক্রেতারা ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর ৫০০ টাকা ছাড় পাবেন। এরফলে স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ৯,৪৯৯ টাকা ও ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

Infinix Hot 10S এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ১০এস ফোনে আছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬৫৪০ পিক্সেল) আইপিএস ইন সেল ডিসপ্লে। এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

ডুয়েল সিমের Infinix Hot 10S অ্যান্ড্রয়েড ১০ বেসড এক্সওএস ৭.৬ অপারেটিং সিস্টেমে চলবে।ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, AI লেন্স। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন