Infinix Hot 10S অবিশ্বাস্য দামে দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল

গতমাসে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছিল Infinix Hot 10S, Infinix Hot 10S NFC। এরমধ্যে Infinix Hot 10S আজ ভারতেও পা রাখলো। এদেশে ফোনটি ১০ হাজার টাকার রেঞ্জে এসেছে। ইনফিনিক্স হট ১০এস ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ ৬ জিবি পর্যন্ত র‌্যাম। আবার এতে আছে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও এইচডি প্লাস ডিসপ্লে। আসুন Infinix Hot 10S এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Infinix Hot 10S এর দাম ও লভ্যতা

ইনফিনিক্স হট ১০ এস ফোনের দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১০,৯৯৯ টাকায়। ফোনটি ৭ ডিগ্রি পার্পেল, ৯৫ ডিগ্রি ব্ল্যাক, মোরান্ডি গ্রিন ও হার্ট অফ ওশান, এই চারটি কালার অপশনে কেনা যাবে।

আগামী ২৭ মে দুপুর ১২টায় Flipkart থেকে Infinix Hot 10S এর বিক্রি শুরু হবে। প্রথম সেলে ফোনটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।

Infinix Hot 10S এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের ইনফিনিক্স হট ১০এস অ্যান্ড্রয়েড ১০ বেসড এক্সওএস ৭.৬ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে আছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬৫৪০ পিক্সেল) আইপিএস ইন সেল ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও ৯০.৬ শতাংশ, আসপেক্ট রেশিও ২০.৫:৯, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ ও ব্রাইটনেস ৪৪০ নিটস। এই ফোনে ২ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরো বাড়ানো যাবে।

Infinix Hot 10S ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, AI লেন্স। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পিছনের ক্যামেরায় লো-লাইট ফটোগ্রাফির জন্য সুপার নাইটস্কেপ মোড রয়েছে। শুধু তাই নয়, এই ক্যামেরা দিয়ে ২৪০এফপিএস স্লো-মো-ভিডিও রেকর্ড করা যাবে। আবার এই ক্যামেরা টাইম ল্যাপস ভিডিও ও ভিডিও বোকেহ ফিচার অফার করবে।

ইনফিনিক্স হট ১০এস ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। ফোনটির অন্যান্য ফিচারের কথা বললে, এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিটিএস অডিও, ইউএসবি পোর্ট, ৪জি ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস। ফোনটির ওজন ২১১ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন