দাম কমল Infinix Hot 10S এর, ফিচারে ঠাসা এই ফোন‌ এখন পাওয়া যাবে এত সস্তায়

বর্তমানে প্রায় সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডই নিজেদের হ্যান্ডসেটের দাম বাড়িয়ে চলেছে। কিন্তু এই হিড়িকের কার্যত বিপরীত পথে হেঁটে, এবার নিজের Hot 10S (হট ১০এস) নামক স্মার্টফোনের…

বর্তমানে প্রায় সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডই নিজেদের হ্যান্ডসেটের দাম বাড়িয়ে চলেছে। কিন্তু এই হিড়িকের কার্যত বিপরীত পথে হেঁটে, এবার নিজের Hot 10S (হট ১০এস) নামক স্মার্টফোনের দাম ৫০০ টাকা কমিয়ে দিল Infinix। এক্ষেত্রে Infinix Hot 10S-এর দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টেরই দাম হ্রাস পেয়েছে। আসলে চলতি মাসেই বাজারে আসছে সংস্থার নতুন ফোন, Infinix Hot 11S, আর সেকারণেই পুরোনো ফোন সস্তায় কেনার সুযোগ দিচ্ছে ব্র্যান্ডটি। আসুন Infinix Hot 10S-এর নতুন দাম এবং ফিচার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই…

Infinix Hot 10S-এর সংশোধিত দাম

ইনফিনিক্স হট ১০এসের ৪ জিবি/৬৪ জিবি সংস্করণের দাম ৯,৯৯৯ টাকা থেকে কমে ৯,৪৯৯ টাকা হয়েছে। অন্যদিকে এটির ৬ জিবি/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ১০,৪৯৯ টাকায় মিলছে; আগে যার মূল্য ছিল ১০,৯৯৯ টাকা। আগ্রহীরা নতুন দামে আজ থেকেই ইনফিনিক্স হট ১০এস ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

Infinix Hot 10S-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ১০এস ফোনে ৬.৮২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। এটি ১২ ন্যানোমিটার (12nm) মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ওএস এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 10S ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে আছে ডুয়াল 4G VoLTE, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫, জিপিএস ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন