Infinix Hot 12 Play খুব শক্তিশালী ব্যাটারি ও 11 জিবি র‍্যাম-সহ লঞ্চ হল, দাম 9 হাজারের কম

গত মাসে ইনফিনিক্স (Infinix) তাদের Hot ব্র্যান্ডের অধীনে Infinix Hot 12 এবং Hot 12i বলে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এবার থাইল্যান্ডে ওই লাইনআপে Infinix Hot 12 Play নামে আরও একটি একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করল সংস্থাটি। এটি MediaTek Helio G35 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ এসেছে। Infinix Hot 12 Play-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স হট ১২ প্লে-এর দাম (Infinix Hot 12 Play Price)

থাইল্যান্ডে ইনফিনিক্স হট ১২ প্লে-এর ৬ জিবি র‍্যাম (৫ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম) + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ থাই বাট (প্রায় ৮,৯০০ টাকা)। এটি রেসিং ব্ল্যাক, লিজেন্ড হোয়াইট, অরিজিন ব্লু এবং লাকি গ্রিন- এই চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। ইনফিনিক্স হট ১২ প্লে ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

ইনফিনিক্স হট ১২ প্লে-এর স্পেসিফিকেশন (Infinix Hot 12 Play Specifications)

ইনফিনিক্স হট ১২ প্লে-তে ৬.৮২ ইঞ্চির আইপিএস টিএফটি ডিসপ্লে প্যানেল রয়েছে যা ৭২০ x ১,৬১২ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এতে মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬ জিবি র‍্যাম + ৫ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ অপশনে উপলব্ধ। এছাড়া, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। ইনফিনিক্স হট ১২ প্লে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১.৬ (XOS 1.6) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Infinix Hot 12 Play-এর ব্যাক প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে – এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এআই (AI) লেন্স এবং কোয়াড-এলইডি ফ্ল্যাশ ইউনিট উপস্থিত রয়েছে। নিরাপত্তার জন্য, ফোনের রিয়ার শেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বর্তমান। সেলফির জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ইনফিনিক্স হট ১২ প্লে–এ ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই ফোনে ডুয়েল-সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫.০, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে৷ সবশেষে, এই হ্যান্ডসেটটির পরিমাপ ১৭০.৪৭x ৭৭.৬ x ৮.৩২ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯৫ গ্রাম।