নামীদামী ব্র্যান্ডের ফোনের ওপর ৪০ শতাংশ ছাড়, শুরু হল Amazon Fab Phones Fest সেল

জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon আজ থেকে Fab Phones Fest সেলের ঘোষণা করলো। আগামী ২৫ মার্চ পর্যন্ত এই সেল চলবে। নাম শুনেই বুঝতে পারছেন ফ্যাব ফোনস ফেস্ট সেলে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনের ওপর দুর্দান্ত ডিল অফার করা হবে। এই সেলে OnePlus 8T, Redmi 9 Power, Samsung Galaxy M51, Redmi 9, Mi 10T 5G এর মত ফোনগুলি সস্তায় কেনা যাবে। অ্যামাজনের তরফে জানানো হয়েছে স্মার্টফোন ছাড়াও অ্যাকসেসরিজের ওপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও নো ইএমআই কস্ট, এক্সচেঞ্জ অফারের সুবিধাও এই সেলে উপলব্ধ। আসুন Amazon Fab Phones Fest সেলের সেরা অফারগুলি জেনে নিই।

Amazon Fab Phones Fest সেলের অফার

প্রথমেই বলি অ্যামাজন তাদের ফ্যাব ফোনস ফেস্ট সেলের জন্য ICICI ব্যাংকের সাথে হাত মিলিয়েছে। যারফলে ওই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা কেনাকাটার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এই অফার ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও প্রযোজ্য।

এবার আসি প্রোডাক্টের ওপর অফারের কথায়, এই সেলে Oppo A31 ফোনটি কেনা যাবে ৯,৯৯০ টাকায়। ৬,৭৯৯ টাকায় বিক্রি হবে Redmi 9A। যেখানে Redmi 9 এর দাম শুরু হচ্ছে ৮,৭৯৯ টাকা থেকে। সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy M12 পাওয়া যাবে ১০,৯৯৯ টাকা থেকে। আবার Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max যথাক্রমে ১২,৯৯৯ টাকা ও ১৪,৯৯৯ টাকা থেকে কেনা যাবে।

এছাড়াও Amazon Fab Phones Fest সেলে ৪২,৯৯৯ থাকায় বিক্রি হচ্ছে OnePlus 8T এর বেস ভ্যারিয়েন্ট। ১০,৪৯৯ টাকা ও ২১,৭৪৯ টাকায় যথাক্রমে পাওয়া যাচ্ছে Redmi 9 Power ও Samsung Galaxy M51। এছাড়া Mi 10T 5G ফোনটি ৩২,৯৯৯ টাকায় কেনা যাবে।

সুতরাং পছন্দের ফোনগুলি সস্তায় কিনতে এক্ষুনি ঢুঁ মারুন অ্যামাজনে। এছাড়া এখানে ক্লিক করেও অফার পেজে যেতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন