Infinix Hot 12 Pro ভারতে লঞ্চ হচ্ছে 12 আগস্ট, Flipkart থেকে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন

এবছর এপ্রিলের শেষের দিকে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের Hot 12 সিরিজের বেস মডেলটি নাইজেরিয়ার বাজারে লঞ্চ করে। আবার গত মে মাসে এই সিরিজে অন্তর্ভুক্ত Infinix Hot 12 Play মডেলটি ভারতের বাজারে পা রেখেছে। এখন আবার ভারতের বাজারে এই সিরিজের Pro মডেল, অর্থাৎ Infinix Hot 12 Pro-এর লঞ্চের তারিখটি ঘোষিত হয়েছে। আগামী ১২ আগস্ট এই নতুন হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরানো হবে বলে জানা গেছে৷ ফ্লিপকার্ট (Flipkart)-এ লাইভ হওয়া একটি মাইক্রোসাইটের মাধ্যমে এই লঞ্চের তারিখটি নিশ্চিত করা হয়েছে৷ এর পাশাপাশি এই মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে, Infinix Hot 12 Pro ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ এইচডি+ ডিসপ্লের সাথে আসবে। এছাড়া, এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকবে।

Infinix Hot 12 Pro ভারতে আসছে আসছে চলতি মাসেই

ভারতের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ইনফিনিক্স হট ১২ প্রো-এর মাইক্রোসাইটটি লাইভ হয়েছে। এটি নতুন হ্যান্ডসেটটির লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে। ফোনটি আগামী ১২ আগস্ট ভারতের বাজারে লঞ্চ হবে এবং ফ্লিপকার্টের মাধ্যমেই কেনার জন্য উপলব্ধ হবে বলে জানা গেছে। যদিও, আসন্ন হ্যান্ডসেটের দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও ঘোষণা করা হয়নি। তবে, ইনফিনিক্স হট ১২ প্রো-এর মাইক্রোসাইটটি এর কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

ইনফিনিক্স হট ১২ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Infinix Hot 12 Pro Expected Specifications)

Infinix Hot 12 Pro ৯০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডি+ রেজোলিউশন এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে সহ আসবে। এতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ ইনবিল্ট স্টোরেজ পাওয়া যাবে। আবার এই হ্যান্ডসেটের র‍্যাম ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে ১৩ জিবি পর্যন্ত সম্প্রসারণও যাবে। ফটোগ্রাফির জন্য, Infinix Hot 12 Pro-এ একটি এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এতে একটি ইউএসবি টাইপ-সি পোর্টও উপস্থিত থাকবে। এছাড়া, মাইক্রোসাইটে দেখতে পাওয়া Infinix Hot 12 Pro-এর ছবি অনুযায়ী, ডিভাইসটির পিছনের প্যানেলে ক্যামেরা মডিউলের পাশে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি মাউন্ট করা থাকবে।

জানিয়ে রাখি, চলতি বছর মে মাসে ভারতে লঞ্চ হয় Infinix Hot 12 Play হ্যান্ডসেটটি। এতে ফুল-এইচডি+ (১,৬৪০x৭২০ পিক্সেল) রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি ৪৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৯০.৬৬ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। বাজেট ফোনটি ইউনিসক টি৬১০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম। আবার ইন-বিল্ট স্টোরেজ ব্যবহার করে ৩ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে। Infinix Hot 12 Play অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্সওএস ১০ (XOS 10) কাস্টম স্কিনে রান করে। ক্যামেরার ক্ষেত্রে, Infinix Hot 12 Play-তে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং কোয়াড-এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসে ১০ ওয়াট স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Anwesha Nandi

Recent Posts

শীঘ্রই সস্তা হবে iPhone 15 থেকে iPhone 14, কারণ জানালো মার্কেট বিশেষজ্ঞরা

আপনি যদি দীর্ঘদিন ধরে আইফোন কেনার প্ল্যান করে থাকেন, কিন্ত বাজেটের কারণে বারবার পিছিয়ে যান,…

1 hour ago

Harmanpreet Kaur: ‘আমরা আশা করি এবারে….’, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর জোরালো আশা দেখালেন হরমন

ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর আশাবাদী যে আসন্ন আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তার প্রথম বৈশ্বিক…

2 hours ago

Women’s T20 World Cup 2024 Warm-Up Match: বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে‌ ভারত, এই দুই দলের বিরুদ্ধে হবে মোকাবেলা

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে…

2 hours ago

Garena Free Fire Redeem Codes for August 28 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 28 আগস্ট রিডিম কোড

জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire-এ এসে গেল টপ ক্রিমিনাল নিয়ন, গ্রেনেড, গ্লু ওয়াল…

9 hours ago

Realme GT 7 Pro: 120x জুম এবার রিয়েলমির ক্যামেরায়, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Realme GT 7 Pro ফোনটি চলতি বছরই বাজারে পা রাখতে চলেছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি…

10 hours ago

Jay Shah: ৩৫ বছর বয়সে বিশ্বজয়ের লক্ষ্যে জয় শাহ, পঞ্চম ভারতীয় হিসেবে হলেন ICC চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাওয়ার পর নতুন ইনিংসের জন্য প্রস্তুত বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক…

11 hours ago