Infinix Hot 30 নজরকাড়া ফিচার সহ লঞ্চ হল, 16 জিবি র‌্যাম সহ রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Infinix গত সপ্তাহে ভারতে Hot 30i লঞ্চ করেছিল। ব্র্যান্ডটি আজ আবার এই সিরিজের একটি নতুন ডিভাইস লঞ্চ করল, যার নাম Infinix Hot 30। নয়া ফোনটিও…

Infinix গত সপ্তাহে ভারতে Hot 30i লঞ্চ করেছিল। ব্র্যান্ডটি আজ আবার এই সিরিজের একটি নতুন ডিভাইস লঞ্চ করল, যার নাম Infinix Hot 30। নয়া ফোনটিও হাই বাজেট রেঞ্জে এসেছে। আর ফিচারের কথা বললে, এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Infinix Hot 30 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 30 এর দাম ও লভ্যতা

ইনফিনিক্স হট ৩০ এর দাম কোম্পানি ঘোষণা করেনি। তবে থাইল্যান্ডে শীঘ্রই এর বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। এটি তিনটি কালারে এসেছে – রেসিং ব্ল্যাক, সার্ফিং গ্রীন ও সনিক হোয়াইট।

Infinix Hot 30 এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ৩০ ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যা ৫০০ নিটস ব্রাইটনেস, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। ইনফিনিক্স হট ৩০ ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Infinix Hot 30 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে। Infinix Hot 30 এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।