১০ হাজার টাকার কমে Redmi, Realme, Samsung, Oppo-র ভালো মোবাইল ফোন দেখে নিন

১০ হাজার টাকার কমে ভালো ফোন খোঁজ করলে Redmi 9A Sport, Realme Narzo 50i Prime, Oppo A15s, Moto E13, Redmi 12C এবং Samsung Galaxy M04 এর মধ্যে কোনো একটি বেছে নিন

আপনি কি ১০ হাজার টাকার কমে ভালো নতুন কোনো স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা বাজেটের মধ্যে উপলব্ধ ফোনের তালিকা শেয়ার করবো। এই তালিকায় সামিল রয়েছে Redmi 9A Sport, Realme Narzo 50i Prime, Oppo A15s, Moto E13, Redmi 12C এবং Samsung Galaxy M04। সর্বোপরি ১০ হাজার টাকার কমে উপলব্ধ এই মডেলগুলিকে ই-কমার্স সাইট Flipkart এবং Amazon থেকে অতিরিক্ত ডিসকাউন্টের সাথে কেনা যাবে।

১০,০০০ টাকার কমে উপলব্ধ ৬টি ভালো বাজেট মোবাইল ফোনের তালিকা

Redmi 9A Sport : রেডমি ৯এ স্পোর্ট ফোনে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) TFT ডিসপ্লে আছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। এতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস দ্বারা চালিত। ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, ডুয়েল সিমের এই ফোনে এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। সিকিউরিটির জন্য ডিভাইসে ফেস আনলক ফিচার উপলব্ধ। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম – আপনি রেডমি ৯এ স্পোর্টস স্মার্টফোনকে অ্যামাজন থেকে কেনেন, তবে এটাকে ফ্লাট ৬% ডিসকাউন্টের সাথে ৭,৯৯৯ টাকার পরিবর্তে ৭,৪৯৯ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।

Realme Narzo 50i Prime : রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০ x ৭২০ পিক্সেল) LCD ডিউ-ড্রপ নচ ডিসপ্লে প্যানেল রয়েছে, যার পিক ব্রাইটনেস ৪০০ নিট৷ পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬১২ চিপসেট ব্যবহৃত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। ফটোগ্রাফির জন্য, এই ৪জি মডেলের ব্যাক প্যানেলে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর অবস্থান করছে। আর সেলফি তোলার জন্য একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নারজো ৫০আই প্রাইম -এ ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম – রিয়েলমি নারজো ৫০আই স্মার্টফোনকে অ্যামাজনে ফ্লাট ২৬% ডিসকাউন্ট সহ কেবল ৬,৬৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।

Oppo A15s : ডুয়েল সিমের ওপ্পো এ১৫এস ফোনে রয়েছে ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭%। এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালারওএস ৭.২ ইউজার ইন্টারফেসে রান করে। ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি তোলার জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে ফোনে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,২৩০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে।

দাম – ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ওপ্পো এ১৫এস ৩৬% ডিসকাউন্টের সাথে মাত্র ৯,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

Moto E13 : ডুয়েল সিমের Moto E13 স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০X১৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ-নচ স্টাইলের, যার ভিতরে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। এদিকে ডিভাইসের রিয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের একক ক্যামেরা রয়েছে, যা ফুল এইচডি রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। পারফরম্যান্সের জন্য মোটো ই১৩ ফোনে অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করে হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। IP52 রেটিং প্রাপ্ত এই মোটোরোলা ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

দাম – মোটো ই১৩ স্মার্টফোনকে ফ্লিপকার্টে ৩৩% ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। যারপর এর দাম কমে মাত্র ৭,২৯৯ টাকা হয়ে গেছে।

Redmi 12C : রেডমি ১২সি স্মার্টফোনে ৬.৭১-ইঞ্চির এইচডি প্লাস (১,৬৫০ x ৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ-নচ স্টাইলের এবং এটি ২০.৬:৯ এসপেক্ট রেশিও, ৫০০ নিট পিক ব্রাইটনেস ও ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মালি-জি৫২ এমসি২ জিপিইউ এবং মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। ছবি তোলার জন্য আলোচ্য ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য বিদ্যমান থাকছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তদুপরি, সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে ফেস রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার উপলব্ধ। রেডমি ১২সি ফোনে ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম – অ্যামাজন থেকে আপনারা রেডমি ১২সি স্মার্টফোনকে ৮,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এর আসল দাম ১৩,৯৯৯ টাকা। অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ থাকছে ৩৯%।

Samsung Galaxy M04 : স্যামসাং গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) PLS LCD ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটি ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর সহ এসেছে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম বা র‌্যাম প্লাস ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। গ্যালাক্সি এম-সিরিজের এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই কোর ৪.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। ডিভাইসের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা ইউনিট রয়েছে। এগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার জন্য এই এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটে ফেস আনলকের মতো বায়োমেট্রিক রিকগনিশন ফিচার উপলব্ধ। স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে৷

দাম – স্যামসাং গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনের সাথে অ্যামাজনে আকর্ষণীয় ২৯% ডিসকাউন্ট অফার করা হচ্ছে। যার দরুন আলোচ্য মডেলকে সীমিত সময়ের জন্য মাত্র ৮,৪৯৯ টাকায় কেনা যাবে৷