Infinix Note 12, Infinix Hot 12, Infinix Smart 6 HD সস্তায় দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

আজ বুধবার স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স একাধিক বাজারে লঞ্চ করলো তাদের নতুন Infinix Note 12, Hot 12 এবং Smart 6 HD হ্যান্ডসেটগুলি। Infinix Note 12 ও Hot 12 মিড-রেঞ্জ ডিভাইস এবং Smart 6 HD একটি বাজেট স্মার্টফোন হিসেবে এসেছে। Infinix Note 12 ফোনে আছে ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে, Infinix Hot 12-এ ৯০ হার্টজ এলসিডি এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। আবার, Infinix Smart 6 HD ফোনটি এইচডি+ ডিসপ্লের সাথে এসেছে। আসুন এই নতুন ইনফিনিক্স স্মার্টফোনগুলির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স নোট ১২ এবং হট ১২ এর দাম (Infinix Note 12, Hot 12 Price)

বাংলাদেশের বাজারে ইনফিনিক্স নোট ১২-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,২৯৯ বাংলাদেশী টাকা (প্রায় ১৬,২০০ টাকা)। আবার ইনফিনিক্সের গ্লোবাল সাইটের তালিকা অনুযায়ী, ফোনটি ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ অন্যান্য ভেরিয়েন্টেও পাওয়া যায়। তবে, সেই মডেলগুলির দাম এখনও প্রকাশ করেনি সংস্থা। ইনফিনিক্স নোট ১২ হ্যান্ডসেটটি ফোর্স ব্ল্যাক, জুয়েল ব্লু এবং সানসেট গোল্ডেন -এই তিনটি কালার অপশনে এসেছে এবং বর্তমানে বাংলাদেশে কেনার জন্য উপলব্ধ রয়েছে।

অন্যদিকে, নাইজেরিয়ার বাজারে লঞ্চ হওয়া ইনফিনিক্স হট ১২-এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৯৩,২০০ নাইরা (প্রায় ১৭,২০০ টাকা)। ইনফিনিক্স গ্লোবাল সাইটে উল্লেখ করা হয়েছে যে, এই ফোনটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি কনফিগারেশনেও কিছু বাজারে আসছে। তবে সেই মডেলের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও ঘোষণা করা হয়নি। ইনফিনিক্স হট ১২ লিজেন্ড হোয়াইট, লাকি গ্রিন, অরিজিন ব্লু এবং রেসিং ব্ল্যাক-এই চারটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে।

তবে, ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি-এর দাম এবং উপলব্ধতা এখনও প্রকাশ করা হয়নি। ফোনটি যদিও ইনফিনিক্সের গ্লোবাল সাইটে তালিকাভুক্ত রয়েছে।

ইনফিনিক্স নোট ১২ এর স্পেসিফিকেশন (Infinix Note 12 Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) ইনফিনিক্স নোট ১২ ফোনটি ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ এসেছে। এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এতে সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ইনফিনিক্স নোট ১২ অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্সওএস ১০.৬ (XOS 10.6) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Infinix Note 12- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে উপস্থিত রয়েছে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার এবং একটি কিউভিজিএ (QVGA) সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, Infinix Note 12 এর সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ, এফএম রেডিও, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ফোনটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও উপলব্ধ এবং এটি ডিটিএস প্রযুক্তি সহ ডুয়েল স্টেরিও স্পিকার সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 12 এসেছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ, যা ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিভাইসটির পরিমাপ ১৪৪.৪৩x৭৬.৬৭x৭.৯০ মিলিমিটার এবং ওজন ১৮৪.৫ গ্রাম।

ইনফিনিক্স হট ১২ নএর স্পেসিফিকেশন (Infinix Hot 12 Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) Infinix Hot 12-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮২ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬১২ পিক্সেল) টেস্টি আইপিএস ডিসপ্লে আছে৷ ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এতে সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত সম্প্রসারণও করতে পারবেন। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্সওএস ১০.৬ (XOS 10.6) কাস্টম স্কিনে চলে।

ক্যামেরার ক্ষেত্রে, Infinix Hot 12-এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত, যার মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, Infinix Hot 12-এর সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর বর্তমান।

Infinix Hot 12-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে মধ্যে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ, এফএম রেডিও, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। আবার এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে উপলব্ধ অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। Infinix Hot 12-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে ডিটিএস সহ ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটের পরিমাপ ১৭০.৪৭x৭৭.৬০x৮.৩২ মিলিমিটার এবং ওজন ১৯৪.৯ গ্রাম।

ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি এর স্পেসিফিকেশন (Infinix Smart 6 HD Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনটি ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৬ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে সহ এসেছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল। ডিভাইসটি ১.৬ হার্টজ ক্লক স্পিডের একটি প্রসেসর দ্বারা চালিত। এতে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনেও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব। ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) ভিত্তিক এক্সওএস ৭.৬ (XOS 7.6) ইউজার ইন্টারফেসের রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Infinix Smart 6 HD- এর ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি আআই (AI) লেন্স উপস্থিত। এছাড়াও, ফোনের সামনে একটি এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর বর্তমান।

Infinix Smart 6 HD ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ, এফএম রেডিও, জিপিএস/ এ-জিপিএস, মাইক্রো-ইউএসবি, এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ফোনটি নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Smart 6 HD-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা একক চার্জে ৩১ ঘন্টা পর্যন্ত টকটাইম প্রদান করতে পারে এবং এতে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। তাছাড়া, স্মার্টফোনে ডিটিএস অডিও প্রসেসর রয়েছে এবং এই হ্যান্ডসেটটি আজই ভারতের বাজারে লঞ্চ হওয়া Infinix Smart 6-এর মতো একটি “অ্যান্টিব্যাকটেরিয়াল” উপাদান দিয়ে তৈরি।