Infinix Note 12 Pro 5G, Note 12 5G আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও নজরকাড়া ফিচারের সাথে

ইনফিনিক্স (Infinix) ভারতীয় বাজারে তাদের দুটি নতুন ৫জি হ্যান্ডসেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ চলতি বছরের শুরুতে এদেশে ব্র্যান্ডটি তাদের প্রথম ৫জি ডিভাইস হিসেবে Infinix Zero 5G ফোনটি লঞ্চ করে। আর এবার সংস্থাটি তাদের Note সিরিজে অন্তর্ভুক্ত Infinix Note 12 5G এবং Note 12 Pro 5G মডেল দুটির আগমনের বিষয়ে জানিয়ে একটি টিজার প্রকাশ করেছে। যদিও ইনফিনিক্স এখনও এই হ্যান্ডসেটগুলির ডিজাইন, স্পেসিফিকেশন বা মূল্য-কোনও কিছুই জনসমক্ষে আনেনি। তবে মনে করা হচ্ছে, দুটি ডিভাইসই সাশ্রয়ী মূল্যে বাজারে আসবে। চলতি মাসে অর্থাৎ জুলাইতেই Infinix Note 12 সিরিজের বেস এবং Pro উভয় মডেলই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।

Infinix Note 12 5G এবং Note 12 Pro 5G এই মাসেই আসছে ভারতের বাজারে

ইনফিনিক্সের নিশ্চিত করা হয়েছে যে, ইনফিনিক্স নোট ১২ ৫জি এবং নোট ১২ প্রো ৫জি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হবে। পাশাপাশি কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে, এই নতুন হ্যান্ডসেটগুলির মধ্যে একটিতে ১০৮ মেগাপিক্সেল উচ্চ রেজোলিউশনের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হবে, আর এই হ্যান্ডসেটটি ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি হতে পারে। এছাড়া, এই ফোনগুলিতে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ১২টি ৫জি ব্যান্ডের সাপোর্ট থাকবে বলেও জানা গেছে৷

প্রসঙ্গত, ইনফিনিক্স ইঙ্গিত দিয়েছে যে, ইনফিনিক্স নোট ১২ ৫জি এবং নোট ১২ প্রো ৫জি মডেলগুলি তাদের পূর্বসূরি অর্থাৎ ইনফিনিক্স নোট ১২, নোট ১২ জি৯৬, নোট ১২ টার্বো, নোট ১২ ভিআইপি-এর তুলনায় তুলনামূলকভাবে ভালো স্পেসিফিকেশনের সাথে আসবে। জানিয়ে রাখি, টপ-এন্ড ইনফিনিক্স নোট ১২ ভিআইপি এবছর মে মাসে বাজারে লঞ্চ হয়েছে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি ৯৬ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ফটোগ্রাফির জন্য, এই ইনফিনিক্স ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ইনফিনিক্স নোট ১২ ভিআইপি-তে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক এক্স ওএস ১০.৬ (X OS 10.6) কাস্টম ইউজার ইন্টারফেসে চলে।

উল্লেখ্য, ইনফিনিক্স গত ফেব্রুয়ারি মাসে ভারতে তাদের প্রথম ৫জি স্মার্টফোন, Infinix Zero 5G লঞ্চ করেছিল মাত্র ১৯,৯৯৯ টাকায়। এই হাই বাজেট রেঞ্জ ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ আইপিএস এলটিপিএস ডিসপ্লে রয়েছে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর দ্বারা চালিত। ক্যামেরার ক্ষেত্রে, ফোনের রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ ও ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।