Infinix Note 12 Pro হবে ভারতের প্রথম Helio G99 প্রসেসরের ফোন, লঞ্চ হচ্ছে 26 আগস্ট

বাজেট এবং মিড-রেঞ্জ সেগমেন্টের একটি সুপরিচিত স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স (Infinix) আগস্টের শেষ সপ্তাহেই তাদের Note 12 সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই ডিভাইসটি Infinix Note 12 Pro নামে আগামী ২৬ আগস্ট বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, গত জুলাইতে MediaTek Dimensity 810 প্রসেসর, অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Infinix Note 12 Pro 5G মডেলটি ভারতে লঞ্চ করা হয়েছিল। তবে আসন্ন Infinix Note 12 Pro একটি ৪জি ডিভাইস হবে। এই হ্যান্ডসেটটি নতুন MediaTek Helio G99 চিপসেট দ্বারা চালিত হবে, যা ভারতেও উন্মোচিত হবে। এখনও পর্যন্ত এই নয়া হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, চলুন দেখে নেওয়া যাক।

ইনফিনিক্স নোট ১২ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Infinix Note 12 Pro Expected Specifications)

ভারতে লঞ্চের আগে ইনফিনিক্স নিশ্চিত করেছে যে, আসন্ন হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর সহ আসবে। এই চিপসেটের সাথে এটিই হবে ভারতের প্রথম স্মার্টফোন। হেলিও জি৯৯ প্রসেসরটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। এই চিপসেটটিতে গ্রাফিক্সের জন্য, আর্ম মালি জি৫৭ জিপিইউ যুক্ত রয়েছে। এছাড়াও, ইনফিনিক্স নোট ১২ প্রো-এ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে এবং এটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও থাকবে। ইনফিনিক্স নোট ১২ প্রো ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে বলেও জানা গেছে।

এছাড়াও, এই ফোনটিকে গত মাসে রিটেইল সাইট অ্যালিএক্সপ্রেস (Aliexpress)-এ তালিকাভুক্ত করা হয়, যার তালিকাটি এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করেছে। তালিকা থেকে জানা যাচ্ছে, Infinix Note 12 Pro-এ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ডেপ্থ সেন্সর এবং একটি এআই লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

এছাড়া, Infinix Note 12 Pro-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ইনফিনিক্স হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০.৬ (XOS 10.6) স্কিনে চলবে। Note 12 Pro-এর পুরুত্ব হবে ৭.৮ মিলিমিটার। এতে ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম, ৪ডি ভাইব্রেশন, ইউএসবি টাইপ-সি পোর্ট, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ অন্তর্ভুক্ত থাকবে। উল্লেখ্য, ভারতে Infinix Note 12 Pro 5G-এর প্রারম্ভিক মূল্য ১৪,৯৯৯ টাকা। তাই ৪জি সংস্করণটির দাম ১৫,০০০ টাকার কম হবে বলেই আশা করা যায়।