Infinix note 40s 4g full specifications leaked ahead of launch

লঞ্চের আগেই Infinix Note 40s 4G-র সব ফিচার্স ফাঁস, পাবেন 3D ডিসপ্লে ও 108MP ক্যামেরা

ইনফিনিক্স তাদের নোট সিরিজে অন্তর্ভুক্ত করতে চলেছে একটি নতুন স্মার্টফোন, যার নাম ইনফিনিক্স নোট ৪০এস ৪জি। কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে ফোনটির বিশদ বিবরণ অনলাইনে প্রকাশিত হয়েছে। এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে ইনফিনিক্স নোট ৪০এস ৪জি ফোনের স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ইনফিনিক্স নোট ৪০এস ৪জি ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার পারস গুগলানি ওরফে প্যাশনেটগিকজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ইনফিনিক্স নোট ৪০এস ৪জি হ্যান্ডসেটের সম্পূর্ণ স্পেসিফিকেশন পেজটি খুঁজে পেয়েছেন। দেখা যাচ্ছে, এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন অনেকটাই স্ট্যান্ডার্ড ইনফিনিক্স নোট ৪০ এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো ফোনের মতো, যেটিকে মার্চ মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ একই ৬.৭৮ ইঞ্চির ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

পারফরম্যান্সের জন্য, ইনফিনিক্স নোট ৪০এস ৪জি ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্টিমেট চিপসেট অবস্থান করবে, যা ইনফিনিক্স নোট ৪০-কেও শক্তি দেয়। ফোনটিতে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম (ভার্চুয়ালি আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়) এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে এক্সওএস ১৪ (XOS 14) কাস্টম স্কিনে রান করে। কোম্পানি এই হ্যান্ডসেটে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ অফার করবে।

ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স নোট ৪০এস ৪জি ফোনের রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করবে। ফোনটি অভিনব হ্যালো এআই লাইটিং রিংও অফার করবে, যা নোটিফিকেশন, কল, চার্জিং স্ট্যাটাস সহ আরও অনেক কিছুর ওপর ভিত্তি করে লাইট পরিবর্তন করে। ইনফিনিক্স নোট ৪০এস ৪জি ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, বাকি নোট ৪০ সিরিজের ফোনের মতো এতে ২০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ম্যাগচার্জ প্রযুক্তি রয়েছে।

ইনফিনিক্স নোট ৪০এস ৪জি ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ধুলো এবং জল প্রতিরোধের জন্য একটি আইপি৫৪ রেটিং, যোগাযোগহীন অর্থপ্রদানের জন্য নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্ট এবং জেবিএল দ্বারা টিউন করা একটি ডুয়েল-স্পিকার সেটআপ। ফোনটি অবসিডিয়ান ব্ল্যাক এবং ভিন্টেজ গ্রিন কালারে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি কোম্পানির সাইটে তালিকাভুক্ত হলেও, ইনফিনিক্স এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ প্রকাশ করেনি এবং ফোনের দাম সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।