Infinix Note 40X: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৫ আগস্ট লঞ্চ হবে ইনফিনিক্স নোট৪০এক্স

ইনফিনিক্স ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম ইনফিনিক্স নোট ৪০এক্স। ডিভাইসটি আগামী মাসে ভারতে আসতে চলেছে। ডিজাইনের পাশাপাশি ফোনটির বেশ কিছু…

Infinix Note 40X Confirmed To Launch In India On August 5 With 108Mp Camera

ইনফিনিক্স ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম ইনফিনিক্স নোট ৪০এক্স। ডিভাইসটি আগামী মাসে ভারতে আসতে চলেছে। ডিজাইনের পাশাপাশি ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন এখন প্রকাশ হয়েছে। এটি নোট ৪০ সিরিজের পঞ্চম মডেল হিসাবে লঞ্চ হবে। চলুন দেখে নিই, ইনফিনিক্স নোট ৪০এক্স কী কী অফার করতে চলেছে।

ইনফিনিক্স নোট ৪০এক্স লঞ্চের তারিখ ও ফিচার্স

ইনফিনিক্স নোট ৪০এক্স ভারতে ৫ আগস্ট লঞ্চ হবে। ডিজাইনের কথা বললে, এতে ফ্ল্যাট ফ্রেম ও ব্যাক প্যানেলে চৌকো ক্যামেরা মডিউল থাকবে। মেইন ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেলের। ফোনটি তিনটি কালার অপশনে উপলব্ধ হবে – স্টারলিট ব্ল্যাক, লাইম গ্রীন, ও পাম ব্লু। একটি মডেলে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকবে। সিকিউরিটির জন্য পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবে কাজ করবে।

ইনফিনিক্স নোট ৪০এক্স’র সামনে পাঞ্চ হোল কাটআউট ও ডাইনামিক পোর্ট ফিচার সহ ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডাইনামিক পোর্ট আসলে অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের ফিচারের মতো, যা চার্জিং স্টেটাস ও নোটিফিকেশন এলার্ট ডিসপ্লে করে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে কোম্পানি।

ইনফিনিক্স নোট ৪০এক্স ডুয়াল স্টিরিও স্পিকার ও ডিটিএস অডিও অফার করবে। এছাড়া, ফোনটির প্রসেসর, র‍্যাম, স্টোরেজ কনফিগারেশন, বা ব্যাটারি ক্যাপাসিটি এখনও অজানা। এটি ফ্লিপকার্টে উপলব্ধ হতে পারে। খুব শীঘ্রই এর সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।