Realme-কে জোর ধাক্কা দিয়ে বিশ্বের দ্রুততম চার্জ হওয়া স্মার্টফোন আনছে Infinix

স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন উন্নত চার্জিং প্রযুক্তি বিকাশ করার দিকে মনোনিবেশ করছে। যেমন রিয়েলমি সম্প্রতি বিশ্বের প্রথম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে Realme GT 3 লঞ্চ করেছে। ফলে এই মুহূর্তে বাজারের সবচেয়ে দ্রুততম চার্জ হওয়া স্মার্টফোনের তকমা পেয়েছে এটি। তবে শীঘ্রই Realme সংস্থার থেকে এই শিরোপা ছিনিয়ে নেওয়ার কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে Infinix। সূত্রের খবর, ২৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এমন একটি স্মার্টফোনের উপর কাজ করছে ইনফিনিক্স, যা চলতি বছরেই লঞ্চ করা হতে পারে।

Infinix বিশ্বের দ্রুততম চার্জ হওয়া ফোন ২০২৩ সালের শেষার্ধে লঞ্চ করতে পারে

রিপোর্ট বলছে, ইনফিনিক্স চলতি বছরের শেষের দিকে ২৬০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থাটি লঞ্চের আগেই আগামী সপ্তাহের মধ্যে নয়া চার্জিং প্রযুক্তিটি প্রকাশ্যে আনতে পারে। জানিয়ে রাখি, জিএসএমএরিনা ইতিমধ্যেই ফোনটির চার্জারের ছবি প্রকাশ করেছে৷ যেখানে Infinix এর সাদা রঙের 260W Thunder Charge চার্জারটিকে দেখা গেছে।

Infinix Plans introduce 260w Charging Technology

ফাঁস হওয়া ছবিতে চার্জারের পাশে একটি ফোনও রয়েছে। যার ব্যাক প্যানেলের ডিজাইন দেখে মনে হচ্ছে এটি Infinix Zero Ultra। যদিও এই ফোন ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হয়েছিল। চার্জিং প্রযুক্তিটি, ৪-ওয়ে ১০০ ওয়াট চার্জ পাম্প এবং AHB (অ্যাডভান্সড হাই-পারফরমেন্স বাস) সার্কিট ডিজাইন অফার করবে বলে জানা গেছে। শুধু তাই নয়, ইনফিনিক্স তাদের এই লেটেস্ট পাওয়ার অ্যাডাপ্টারকে সেফ চার্জিং কন্ট্রোল ফিচারের সাথে নিয়ে আসবে বলে শোনা যাচ্ছে।

চলতি মাসেই Infinix 260W Thunder Charge চার্জার উন্মোচিত হতে পারে

রিপোর্টে দাবি করা হয়েছে, ২৬০ ওয়াট চার্জিং সমর্থিত থান্ডার চার্জ (Thunder Charge) চার্জারকে আগামী ৯ই মার্চ সংস্থার তরফে প্রকাশ্যে আনা হতে পারে। তবে এটি ইনফিনিক্সের কোন ফোনে সর্বপ্রথম দেখা যাবে, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এবার যেহেতু লিক হওয়া ছবিতে ২৬০ ওয়াটের চার্জারের পাশে Infinix Zero Ultra-কে দেখে গিয়েছে, তাই নয়া চার্জিং প্রযুক্তিটির সঙ্গে স্মার্টফোনটির মডিফাইড ভার্সন আনতে পারে সংস্থাটি। প্রসঙ্গত, ইনফিনিক্স বর্তমানে ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির উপরও কাজ করছে বলেও খবর পাওয়া গিয়েছে।