Jio-র সাথে হাত মিলিয়ে Infinix Smart 5A সাশ্রয়ী মূল্যে ভারতে আসছে

সর্বসাধারণের আয়ত্তে থাকা মূল্যে ভালো স্মার্টফোন বাজারে আনতে মরিয়া ইনফিনিক্স (Infinix)। দীর্ঘদিন ধরেই ব্র্যান্ডটি ভারতে নিজের জায়গাকে পাকাপোক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি তাদের…

সর্বসাধারণের আয়ত্তে থাকা মূল্যে ভালো স্মার্টফোন বাজারে আনতে মরিয়া ইনফিনিক্স (Infinix)। দীর্ঘদিন ধরেই ব্র্যান্ডটি ভারতে নিজের জায়গাকে পাকাপোক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি তাদের নতুন ইনফিনিক্স স্মার্ট সিরিজের ডিভাইস প্রকাশ্যে আসতে চলেছে, যার নাম Infinix Smart 5A। আগস্টের প্রথম সপ্তাহেই ফোনটিকে ভারতে লঞ্চ করা হতে পারে।

Infinix Smart 5A আসছে Jio-র সাথে হাত মিলিয়ে

অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে ভারতীয় ক্রেতাদের হাতে নিজেদের ইনফিনিক্স স্মার্ট ৫এ ডিভাইস তুলে দিতে সংস্থাটি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই তারা রিলায়েন্স জিও’র (Reliance Jio) সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে নতুন ডিভাইসের ক্রেতারা সিম কার্ড সহ কয়েকটি ক্ষেত্রে বাড়তি সুযোগসুবিধা পেয়ে যাবেন।

Infinix Smart 5A ডিভাইসের ফিচার

ফিচারের কথা বলতে গেলে ইনফিনিক্স স্মার্ট ৫এ ডিভাইসটি বড় ডিসপ্লে এবং দীর্ঘ ব্যাটারি সক্ষমতার সাথে আসতে চলেছে। এর ব্যাক প্যানেলে আমরা আকর্ষণীয় পিরামিড-আকৃতির ডিজাইন দেখতে পাবো। ফোনটি তিন ধরনের যথা – ওশিয়ান ওয়েভ, কুয়েটজাল ক্যান ও মিডনাইট ব্ল্যাক রংয়ের বিকল্পে আসবে বলে জানা গিয়েছে।

Infinix Smart 5A ফোনটি বহু ক্রেতার স্টাইলিশ স্মার্টফোনের চাহিদাকে তৃপ্ত করতে পারে। আগস্টে লঞ্চের জোরালো সম্ভাবনা থাকলেও তার তারিখ সম্পর্কে সংস্থা কোনো তথ্য প্রকাশ করেনি। তবে আশা করা যায়, শীঘ্রই ফোনটির লঞ্চ ডেট জানা যাবে।

প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, গত মাসেই ইনফিনিক্স ভারতে তাদের Infinix Note 10 এবং Infinix Note 10 Pro স্মার্টফোন দুটি লঞ্চ করে। এর মধ্যে প্রথম ডিভাইসটি অর্থাৎ Note 10 সিরিজের রেগুলার ভ্যারিয়েন্টের ৪+৬৪ জিবি স্টোরেজ বিকল্পের বাজারমূল্য ১০,৯৯৯ টাকা। আবার এর ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা।

অন্যদিকে Infinix Note 10 সিরিজের প্রো সংস্করণের বাজারমূল্য ১৬,৯৯৯ টাকা যা ৮+২৫৬ জিবি স্টোরেজ বিকল্প সহ এসেছে। ডিভাইসটি ৭ ডিগ্রি পার্পল, ৯৫ ডিগ্রি ব্ল্যাক এবং নর্ডিক সিক্রেট রংয়ের বিকল্পে উপলব্ধ।

Infinix Note 10 স্মার্টফোনটিও তিনটি রংয়ের বিকল্পে কেনা যাবে, যথা – ৭ ডিগ্রি পার্পল, ৯৫ ডিগ্রি ব্ল্যাক এবং এমারেল্ড গ্রীন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন