৭ হাজার টাকার কমে স্মার্টফোন খোঁজ করছেন? ৪ জিবি র‌্যামের Infinix Smart 6 HD হবে সেরা বিকল্প

আপনি কি ৭ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে আপনার জন্য একটি সেরা ফোনের হৃদিশ রয়েছে। আজ্ঞে হ্যাঁ! ৭ হাজার টাকার কমে আপনি Infinix Smart 6 HD ফোনটি কিনতে পারেন। আজ থেকে ভারতে এই ফোনের সেল শুরু হয়েছে। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটি কেনা যাবে। ফিচারের কথা বললে, Infinix Smart 6 HD ফোনে রয়েছে HD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও চিপসেট, অ্যান্ড্রয়েড গো ওএস ভার্সন, ও ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Smart 6 HD এর দাম

ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি এর ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৭৯৯ টাকা। এতে ২ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ফোনটি অ্যাকোয়া স্কাই, ফোর্স ব্ল্যাক এবং অরিজিন ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Infinix Smart 6 HD এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনের সামনে দেখা যাবে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৮৯% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপারও রয়েছে৷ আবার পিছনে ৮ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান।

পারফরম্যান্সের জন্য Infinix Smart 6 HD ফোনে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।