Samsung Galaxy A32 ও Galaxy S21 ব্যবহারকারীদের জন্য সুখবর, বিভিন্ন ফিক্স সহ এল নতুন আপডেট

Samsung-এর ফ্ল্যাগশিপ Galaxy S21 সিরিজ এবং মিড-রেঞ্জ স্মার্টফোন Galaxy A32 4G অন্যান্য ফিক্স সহ মে মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পেতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, Galaxy S21 সিরিজ স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট এবং Galaxy A32 4G বিভিন্ন প্রাইভেসি এবং সিকিউরিটি সংক্রান্ত ফিক্স পাচ্ছে।

উল্লেখ্য, গ্যালাক্সি এ৩২ ৪জি-এর জন্য এটি মে মাসের প্রথম সিকিউরিটি আপডেট হলেও, গ্যালাক্সি এস২১ সিরিজ মে মাসের দ্বিতীয় সিকিউরিটি আপডেট পাচ্ছে। এখন ভারত ও জার্মানিতে গ্যালাক্সি এস২১ সিরিজের জন্য আপডেটটি রোলআউট হচ্ছে। অন্য দিকে পানামাতে গ্যালাক্সি এ৩২ ৪জি ব্যবহারকারীরা নতুন আপডেট পাচ্ছেন। অন্যান্য দেশে কখন আপডেট রোলআউট হবে তা অজানা।

স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ এবং গ্যালাক্সি এ৩২ ৪জি-এর আপডেট পাওয়ার খবরটি প্রথম স্যামমোবাইলে আলাদা করে প্রকাশিত হয়। রিপোর্ট বলছে, গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস, এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রা-র নতুন আপডেট এগুলির স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট করবে। এটি কোয়ালকম ৫জি চিপসেটের কয়েকটি সমস্যার সমাধান করবে বলে জল্পনা চলছে।

এদিকে গ্যালাক্সি এ৩২ ৪জি-এর নতুন আপডেট মূলত স্যামসাং ও গুগলের প্রাইভেসি ও সিকিউরিটি সংক্রান্ত। ফোনটির ফার্মওয়্যার ভার্সন A32MUBU1AUD2 এবং এটি মে মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের সাথে বান্ডেল করা হয়েছে। গ্যালাক্সি এস২১ সিরিজ কয়েক সপ্তাহ আগেই লেটেস্ট সিকিউরিটি প্যাচ পেয়েছে। এক্ষেত্রে এই সিরিজের ফার্মওয়্যার ভার্সন G99cxBXXU3AUE1 এবং সাইজ ২০০ মেগাবাইট। প্রত্যেকবারের মতোও আজও আমরা পরামর্শ দেবো, ফোন আপডেট করতে চাইলে সেটি চার্জে বসিয়ে ফাস্ট ওয়াইফাই কানেকশনের সাথে সংযুক্ত করুন। আর আপডেট ম্যানুয়ালি চেক করতে চাইলে ফোনে সেটিং>সফটওয়্যার আপডেট>ডাউনলোড এন্ড ইন্সটলে অপশনে যান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন