OnePlus Nord CE 5G ফোন প্রি-অর্ডার করলে পাবেন ২৬০০ টাকার উপহার সহ আরও অনেক কিছু

ইতিমধ্যেই জানা গেছে OnePlus, তার নতুন ফোন, Nord CE 5G আগামী ১০ই জুন লঞ্চ করবে। একই সাথে ফোনটির প্রি-অর্ডার এবং প্রথম সেলের তারিখও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে; এক্ষেত্রে লঞ্চের পরদিন অর্থাৎ ১১ই জুন থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে এবং ১৬ তারিখ থেকে ওপেন সেল শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। তবে আসন্ন ফোনটির লঞ্চের আগে সংস্থাটি এখন ফের একটি ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে আগামী ১১ তারিখ যারা OnePlus Nord CE 5G-র প্রি-অর্ডার করবেন তারা ২,৫০০ টাকারও বেশি মূল্যের উপহার বিনামূল্যে পাবেন। এছাড়াও সংস্থার মাইক্রো-সাইটের প্রাত্যহিক লাকি ড্র-তে অংশগ্রহণ করলে, বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ থাকবে।

এই প্রসঙ্গে বলে রাখি, কেবল OnePlus-এর রেড কেবল ক্লাবের মেম্বাররাই ফোনটি প্রি-অর্ডার করতে সক্ষম হবেন, যেখানে অগ্রিম অর্ডারকারীরা পেয়ে যাবেন ২,৬৯৯ টাকার গিফ্ট। সেক্ষেত্রে প্রি-অর্ডারের দরুন ঠিক কী উপহার হিসেবে মিলবে তা খোলসা করে বলেনি সংস্থাটি। অন্যদিকে, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং স্টোর অ্যাপে একটি লাকি ড্র চলছে যেখানে নির্দিষ্ট শর্তাবলী মেনে অংশগ্রহণ করলে ভাগ্যবান বিজেতারা ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১,০০০ টাকার পাবেন যা অডিও প্রোডাক্ট, ফোন বা টিভি কেনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এই লাকি ড্র থেকে OnePlus Nord CE 5G বা OnePlus TV U Series-এর নতুন ডিভাইসও বিনামূল্যে পাওয়া যেতে পারে বলে বিজ্ঞাপনে বলা হয়েছে।

কী থাকবে নতুন OnePlus Nord CE 5G ফোনে?

ইতিমধ্যেই আমরা জেনেছি আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটি গত অক্টোবরে লঞ্চ হওয়া OnePlus Nord N10 5G-র সাকসেসর হিসেবে বাজারে আসবে। নতুন এই ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি এসওসি চিপসেট এবং ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে বলে সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে। এছাড়াও Nord CE ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর এবং ১৬ মেগাপিক্সেল সেলফি শুটার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবার পূর্বে প্রকাশিত একটি রেন্ডার অনুযায়ী, OnePlus Nord CE 5G ফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে, যার বাম কোণ ঘেঁষে বিরাজ করবে পাঞ্চ-হোল নচ। শুধু তাই নয়, হ্যান্ডসেটটিতে চকচকে ফিনিস এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন