Instagram Down: ছুটির দিনে হঠাৎ বন্ধ ইনস্টাগ্রাম সার্ভিস, login করতে গিয়ে সমস্যায় ইউজাররা

Instagram down: আবারও ব্যাহত হল Instagram পরিষেবা। বেশ কিছু সময় ধরেই Meta-র এই ফটো-ভিডিও শেয়ারিং তথা Reels প্রস্তুতকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে অনেকে…

Instagram down: আবারও ব্যাহত হল Instagram পরিষেবা। বেশ কিছু সময় ধরেই Meta-র এই ফটো-ভিডিও শেয়ারিং তথা Reels প্রস্তুতকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে অনেকে সমস্যার মুখে পড়েছেন। এক্ষেত্রে তাঁরা অ্যাকাউন্ট লগইন করতে না পারা, হোম ফিড্ (feed) রিফ্রেশে অসুবিধা ইত্যাদি সমস্যার কথা রিয়েল-টাইম সার্ভিস ইস্যু মনিটরিং পোর্টাল Downdetector-এ রিপোর্ট করেছেন। কেউ কেউ আবার X (Twitter-এর নতুন নাম) মাইক্রোব্লগিং হ্যান্ডেল থেকে Instagram-এর অচলাবস্থা সম্পর্কে অভিযোগ করেছেন।

সন্ধ্যেতে বেড়েছে Instagram-এর সমস্যা

এই কয়েক সপ্তাহে বেশ কয়েকবার ইনস্টাগ্রাম ডাউন হওয়ার খবর সামনে এসেছে। তবে গতকাল থেকে আজ রবিবারের মধ্যে সমস্যা বেড়েছে। এক্ষেত্রে সন্ধ্যে ৮টা অবধি ডাউন ডিটেক্টরে ইনস্টাগ্রাম বন্ধের বিষয়ে ১২৪টি রিপোর্ট পড়েছে, এর মধ্যে ৮১% অভিযোগ ইনস্টাগ্রামে লগইন করতে না পারার ইস্যু তুলে ধরেছে, যেখানে সার্ভার কানেকশনের সমস্যার কথা রিপোর্ট করেছেন ১২% অভিযোগকারী।

https://twitter.com/iiAmEndless/status/1787126098356015150

এদিকে, ঠিক কেন এই সমস্যা হয়েছে সে বিষয়ে এখনও অবধি কোনো তথ্য মেলেনি। আবার সবাই যে ইনস্টাগ্রামকে নিয়ে ভুগছেন তাও নয়। এই প্রতিবেদন লেখার সময় আমরা ইনস্টাগ্রাম অ্যাপে কোনো ইস্যু দেখতে পাইনি।

Instagram, Instagram Down, Whatsapp, Whatsapp Down

WhatsApp নিয়েও রয়েছে ঝামেলা

বিগত দুদিন ধরে কিছু হোয়াটসঅ্যাপ ইউজারও সমস্যায় রয়েছেন। এক্ষেত্রে তাঁরা ছবি, ভিডিও, অডিও ইত্যাদি ডাউনলোড করতে পারলেও, ডকুমেন্ট বা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছেননা। জানা গিয়েছে যে, এই জাতীয় ফাইল ডাউনলোড করার চেষ্টা করলে ‘ট্রাই এগেইন লেটার’ (try again later) জাতীয় ইন-অ্যাপ নোটিফিকেশন সামনে আসছে। মূলত হোয়াটসঅ্যাপ বিটায় এই ইস্যুটি দেখা গেছে, বারংবার ফোন রিস্টার্ট করে, লেটেস্ট ভার্সন আপডেট করে এমনকি অ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করেও লাভ হয়নি!