Instagram not working: ভারত সহ বিশ্বের নানান অংশে অচল ইনস্টাগ্রাম, অ্যাপ ও ওয়েবসাইটে সমস্যা

Instagram Down: ভারতসহ বিশ্বের বিভিন্ন অংশে সমস্যার সম্মুখীন হয়েছে Instagram। একই সার্ভারে চলা সত্ত্বেও, WhatsApp, Facebook ঠিকঠাক কাজ করলেও, ইউজারেরা Instagram ব্যবহার করতে গিয়ে সমস্যায়…

Instagram Down: ভারতসহ বিশ্বের বিভিন্ন অংশে সমস্যার সম্মুখীন হয়েছে Instagram। একই সার্ভারে চলা সত্ত্বেও, WhatsApp, Facebook ঠিকঠাক কাজ করলেও, ইউজারেরা Instagram ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন। অনেক অ্যান্ড্রয়েড ও আইওএস ইউজার অভিযোগ করছেন যে তারা অ্যাপে লগ-ইন সহ অ্যাপ লোড করতে অসমর্থ হচ্ছেন।

DownDetector-এর রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ ২ সেপ্টেম্বর সকাল ১১:০২ থেকে ভারতীয় ইনস্টাগ্রাম ইউজারেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রায় ৪৫ শতাংশ ইউজার অ্যাপে সমস্যার কথা জানিয়েছেন, যেখানে ইনস্টাগ্রাম ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে ৩৩ শতাংশ মানুষ সমস্যার কথা স্বীকার করেছেন। বাকি ২২ শতাংশ ইউজারের অভিযোগ যে, তারা সার্ভার কানেকশন ইস্যু লক্ষ্য করছেন।

Instagram ইউজারেরা ইতিমধ্যেই তাদের সমস্যার কথা জানিয়ে মাইক্রোব্লগিং সাইট, Tweet-এ নানান টুইট করছেন। এর মধ্যে কিছু টুইট নিচে দেওয়া হল:

https://twitter.com/jas51393069/status/1433301983062990848

আমরা Instagram ইউজারদের অনুরোধ করবো সমস্যার কারণে অ্যাপ না আনইনস্টল করার। এটি কোম্পানির সার্ভারের কোনো সমস্যা এবং শীঘ্রই সমাধান হবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন