[Exclusive] পিছিয়ে গেল Samsung Galaxy M52 5G ফোনের ভারতে লঞ্চের তারিখ, জেনে নিন কবে বাজারে আসছে

Samsung Galaxy M52 5G ফোনের ভারতে লঞ্চের তারিখ পিছিয়ে গেল। আগামীকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর এই ফোনটি ভারতে পা রাখবে বলে ঘোষণা করা হলেও, স্যামসাংয়ের লোকাল ডিস্ট্রিবিউটর থেকে আমরা জানতে পেরেছি, Galaxy M52 5G আগামী ২৮ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে। ই-কমার্স সাইট Amazon-ও ইতিমধ্যেই তাদের মাইক্রো সাইটে লঞ্চের তারিখ বদলে দিয়েছে (২৮ সেপ্টেম্বর)। উল্লেখ্য, গতকাল এই ফোনটির দাম ফাঁস হয়েছিল। এছাড়া বিভিন্ন সার্টিফিকেশন সাইটের দৌলতে Samsung Galaxy M52 5G এর স্পেসিফিকেশনও আমাদের সামনে এসেছে।

Samsung Galaxy M52 5G এর দাম (সম্ভাব্য)

পোল্যান্ডের RTV Euro AGD রিটেল সাইট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হবে ১,৭৪৯ পিএলএন, যা প্রায় ৩৩,০০০ টাকা। ফোনটি ব্ল্যাক, ব্লু ও হোয়াইট কালারে পাওয়া যাবে। ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ৩০,০০০ টাকার রেঞ্জে আসতে পারে।

Samsung Galaxy M52 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল), এবং সুরক্ষার জন্য থাকবে কর্নি গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। এর ডিসপ্লে ডিজাইন ইনফিনিটি-ও, যার মধ্যে ৩২ মেগাপিক্সেল (এফ/২.২ অ্যাপারচার) ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আবার স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল (এফ/১.৮ অ্যাপারচার) Samsung ISOCELL GW3 সেন্সর। অন্য দুটি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল (এফ/২.২ অ্যাপারচার) আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল (এফ/২.৪ অ্যাপারচার) ডেপ্থ সেন্সর।

Samsung Galaxy M52 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকতে পারে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য ফোনে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে থাকতে পারে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন হবে ১৭৫ গ্রাম এবং পরিমাপ ১৬৪x৭৬x৭ মিমি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন