সামনে এল iPhone 12 এর দাম, আইফোন ১১ এর থেকেও হবে দামি

লঞ্চ দিন যত এগিয়ে আসছে ততই একের পর এক নতুন তথ্য উঠে আসছে Apple iPhone 12 সম্পর্কে। কিছুদিন আগেই জানা গিয়েছিল আইফোন ১২ এর সাথে EarPods ও চার্জার না দেওয়া হতে পারে। এছাড়াও মনে করা হচ্ছিলো এই ফোনটি কোম্পানি কিছুটা সস্তায় বাজারে আনতে পারে। তবে আপনিও যদি আশায় থাকেন সস্তায় আইফোন ১২ কেনার তাহলে নতুন একটি রিপোর্টে আপনি হতাশ হবেন। এই রিপোর্টে iPhone 12 এর দাম জানানো হয়েছে।

MacRumors এর অ্যানালিস্ট Jeff Pu জানিয়েছেন Apple এর আপকামিং ডিভাইস iPhone 12 এর দাম, গতবছরে লঞ্চ করা আইফোন ১১ এর থেকে ৫০ ডলার বেশি হতে পারে। তিনি জানান আইফোন ১২ এর ৫.৪ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৪৯ ডলার, যা প্রায় ৫৬,৩০০ টাকার সমান। যেখানে আইফোন ১১ এর দাম ছিল ৬৯৯ ডলার, প্রায় ৫২,৫০০ টাকার সমান।

MacRumors এর রিপোর্টে আরও দাবি করা হয়েছে আইফোন ১২ এর ৬.১ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার বা ৮৪৯ ডলার, যা প্রায় ৬০,০০০ টাকা থেকে ৬৩,০০০ টাকার সমান। Jeff Pu জানিয়েছেন আসলে 5G এবং OLED ডিসপ্লে দেওয়ার কারণেই আইফোন ১২ এর দাম বাড়বে। জানিয়ে রাখি আইফোন ১১ এলসিডি স্ক্রিনের সাথে এসেছিল, যার দাম কম। যদিও iPhone 11 Pro এবং iPhone 11 Pro Max ফোনে OLED ডিসপ্লে ছিল।

iPhone 12 সম্ভাব্য ফিচার :

বলাই বাহুল্য যে এতে আইফোন ১২ সিরিজে A14 bionic চিপসেট থাকবে। কোম্পানির দাবি অনুযায়ী, এটিই হবে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। আইফোন ১২ ৫জি কানেক্টিভিটির সাথে আসবে। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজে চারটি ফোন থাকবে। যেগুলো হবে আইফোন ১২, আইফোন ১২ প্লাস, আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্স। iPhone 12, iPhone 12 Plus, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max ফোনগুলিতে যথাক্রমে ৫.৪ ইঞ্চি, ৬.১ ইঞ্চি, ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে। 

আগের একটি রিপোর্টে জানানো হয়েছিল, এই সিরিজের দুটি ফোনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা, যেখানে এলসিডি স্ক্রিন দেওয়া হবে। আবার অন্যদুটি ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে OLED স্ক্রিন থাকবে। কিছুদিন আগে জোনাস ডাইহানার্ত নামে একজন ফোন ডিজাইনার আইফোন ১২ এর রেন্ডার ইমেজ সামনে এনেছিল। যেখানে ফোনটির ডিজাইন দেখে iPhone 5 এর কথা মনে পড়ে যাবে। এই ছবিতে দেখা যাচ্ছে ফোনটির নিচে হালকা বেজেল থাকবে।