আইফোন এখন দৃষ্টিহীন লোকেদেরও জানাবে তারা অন্যের থেকে কতটা দূরে

করোনা মহামারীর পর থেকে আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু নতুন শব্দ যুক্ত হয়েছে। সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব তার মধ্যে অন্যতম। করোনা সংক্রমণ থেকে বাঁচার…

করোনা মহামারীর পর থেকে আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু নতুন শব্দ যুক্ত হয়েছে। সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব তার মধ্যে অন্যতম। করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য এই সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়। এ বিষয়ে আমাদের সাহায্য করার জন্য বিভিন্ন প্রযুক্তি ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে। সাধারণ মানুষের জন্য এসব প্রযুক্তি সহজ হলেও একজন দৃষ্টিহীন মানুষের জন্য ততটা সহজ নয়। তবে এখন আর চিন্তার কারণ নেই। iOS-এর নতুন ভার্সনে (iOS 14.2) এমন কিছু নতুন ফিচার যোগ হচ্ছে, যা একজন দৃষ্টিহীন মানুষকেও সামাজিক দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে।

ARKit-এর মাধ্যমে সোশ্যাল ডিসট্যান্সিং

Apple এর অগমেন্টেড রিয়ালিটি প্ল্যাটফর্ম ARKit-এর মধ্যে এই ফিচারটি পাওয়া যাবে। ARKit 4 অ্যাপ্লিকেশনের মধ্যে একটি প্রোগ্রামিং ইন্টারফেস রয়েছে যা LiDAR স্ক্যানারের মধ্য দিয়ে সংগৃহীত তথ্য সংগ্রহ করতে পারবে। এই LiDAR স্ক্যানার iPhone 12 Pro, iPhone 12 Pro Max এবং iPad Pro-এর মত মডেলগুলিতে উপলব্ধ।

iPhone 12 Pro এবং Pro Max এর LiDAR স্ক্যানার আশেপাশের জিনিসের থেকে দূরত্ব মাপতে পারে। ARKit-এর মধ্যে ‘পিপল অক্লুশন’ নামে একটি ফিচার আছে যা মানুষের আকারকে চিহ্নিত করতে পারে। দুটি ফিচার একসঙ্গে যুক্ত করার ফলে এই নতুন টুল তৈরি করা গেছে যা দৃষ্টিহীন মানুষদের আশেপাশের মানুষের থেকে দূরত্ব জানিয়ে দেবে।

এছাড়া আইফোনে দৃষ্টিহীন ইউজারদের সুবিধার জন্য আরো কিছু ফিচার রয়েছে। এর মধ্যে আছে ‘ভয়েসওভার’ ফিচার যা স্ক্রিনে কি কি হচ্ছে তা পাঠ করে জানিয়ে দেয়। আরেকটি ফিচার রয়েছে যা হল ‘ম্যাগনিফায়ার’। এটি একটি ডিজিটাল আতশ কাচের মত কাজ করে। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ইউজারদের জন্য একটি সুবিধাজনক। এই দুটির পর নতুন যুক্ত হওয়া ফিচারটি দৃষ্টিহীনদের করোনার সময়ে সুরক্ষিত থাকতে সাহায্য করবে।